সাহসী ছবি পোস্ট করলেন শুভশ্রী! মুহূর্তে মুগ্ধ হলেন ভক্তরা

swaralipi dasgupta |  
Published : Jul 30, 2019, 06:08 PM ISTUpdated : Jul 30, 2019, 06:45 PM IST
সাহসী ছবি পোস্ট করলেন শুভশ্রী! মুহূর্তে মুগ্ধ হলেন ভক্তরা

সংক্ষিপ্ত

অভিনয়ের পাশাপাশি ফ্য়াশন দুনিয়ায় কী ভাবে জায়গা করে নিতে হয় তা ভালই জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়  কখনও পশ্চিমী পোশোকে, কখনও আবার এথনিক লুকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মুগ্ধ করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়  এবার এক সাহসী ছবি পোস্ট করলেন শুভশ্রী। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি 

অভিনয়ের পাশাপাশি ফ্য়াশন দুনিয়ায় কী ভাবে জায়গা করে নিতে হয় তা ভালই জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কখনও পশ্চিমী পোশোকে, কখনও আবার এথনিক লুকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মুগ্ধ করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার এক সাহসী ছবি পোস্ট করলেন শুভশ্রী। 

ছবিতে শুভশ্রীকে নীল রংয়ের ডেনিম ও কালো ক্রপ টপে দেখা যাচ্ছে। আর টানটান মিডরিফ যে কঠোর শরীরচর্চার ফলাফল, তা ছবি দেখেই স্পষ্ট। এছাড়াও শুভশ্রী এদিন লাল রংয়ের ক্রপ টপ ও নীল রংয়ের ট্রাউজারে একটি ছবি দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও। সেই ছবিতেও নজর কেড়েছেন তিনি। 

আরও পড়ুনঃ উমা-ঝুমার পরে দুপুর ঠাকুরপো-য় এবারের বউদিটি কে! প্রকাশ্যে ট্রেলার

 

 

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি পরিণীতা। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এই ছবির ট্রেলার ও গানগুলি ইতিমধ্যে সাড়া ফেলেছে মানুষের মধ্যে। ট্রেলার দেখেই বোঝা যায়, শুভশ্রীকে এই ছবিতে বিভিন্ন লুকে দেখা যায় রাজ চক্রবর্তী তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলেন, এই ছবিতে নানা চমক থাকবে । এই ছবির গল্প তাঁরা ফেসবুকে দুই লেখকের থেকে পেয়েছেন। ছবি মুক্তি পাবে সেপ্টেম্বরে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার