মেয়েদের কীভাবে সম্মান করতে হয় রাজের থেকেই শিখবে ছেলে ইউভান, নারী দিবসে জানালেন শুভশ্রী

রাত পোহালেই নারী দিবস।  ৮ মার্চ সারা  বিশ্ব জুড়ে  আন্তর্জাতিক নারী দিবস দিনটি মহা সমারোহে পালন করা হয়।  আর সেই তালিকাতে রয়েছে আমাদের ভারতও। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। ইতিমধ্যেই নারী দিবসের তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার নারী দিবস প্রসঙ্গে মুখ খুললেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। 

রাত পোহালেই নারী দিবস।  ৮ মার্চ সারা  বিশ্ব জুড়ে  আন্তর্জাতিক নারী দিবস দিনটি মহা সমারোহে পালন করা হয়।  আর সেই তালিকাতে রয়েছে আমাদের ভারতও। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। ইতিমধ্যেই নারী দিবসের তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার নারী দিবস প্রসঙ্গে মুখ খুললেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। 

নারী দিবস দিনটিকে নিয়ে শুভশ্রী (Subhashree Ganguly) নিজের অনেক কথাই তুলে ধরেছেন। যেমন বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম দিন আসার পর শাশুড়ি মা শুভশ্রীকে বলে দিয়েছিলেন, আমার ছেলেও যখন রান্নাঘরে ঢোকে না, তুমিও কোনওদিন ঢুকবে না। এটা করে তিনি সমতা বজায় রেখেছিলেন। নিজের পরিবারকে নিয়ে অভিনেত্রী  বলেছেন, আমার স্বামী রাজ (Raj Chakraborty) মেয়েদের অসম্ভব সম্মান করে। আমি এটা জানি ওর থেকেই ইউভান মেয়েদের সম্মান করার জায়গাটা বুঝবে। আমি নিজেও অনেক প্রগতিশীল পরিবারে বড় হয়েছি। আমার মা কোনওদিন বলেনি বিয়ে করতে হবে, সবসময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে হবে। ভাল কাজ করতে হবে।  সৌভাগ্যক্রমে আমার শাশুড়ি মাও এই প্রকৃতির। আমি ওনার জন্য রান্না করাই ভুলে গেছি। উনি সবসময়েই আমাকে রাজের উপরে রাখেন। রাজ যদি কোন ছবির পরিচালনা শুরু করে উনি সবসময় আমায় বলে, তুমি কবে কাজ শুরু করছো। উনি যে আমার কাজকে কী ভালবাসেন তা বলে বোঝাতে পারব না। আমি অনলাইনে জিম করলেও উনি আমার পাশে বলে থাকেন । তারপর রাজ ফিরলে ওকে বলেন আজ ও যা যা করেছে ভাবতে পারবি না। শুধু তাই নয়, ইউভানকেও (Yuvaan) বলে, তুই কিন্তু বড় হয়ে মায়ের মতো হবি। এটাই আমার সবচেয়ে বড় পাওনা।

Latest Videos

আরও পড়ুন-খুল্লামখুল্লা সেক্স নাকি গোপনে সঙ্গম,কেমন যৌনতা পছন্দ বলি তারকাদের, জানলে আঁতকে উঠবেন

আরও পড়ুন-বিকিনি কাট ব্লাউজে বেরিয়ে স্তনের অর্ধেক, টোনড ফিগারে কোমরের কার্ভসে হট লুকে বাণী

আরও পড়ুন-স্বামীর অত্যাচারে একাধিকবার আত্মহত্যার চেষ্টা, বিবাহিত জীবন নিয়ে বোমা ফাটালেন পুনম পান্ডে

 রাজ (Raj Chakraborty) -শুভশ্রী পুত্র ইউভানকে (Yuvaan) নিয়ে যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তা বাড়ছে। টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউভান, তা যেন নিঃসন্দেহে প্রমাণিত। এতটাই ইউভানকে পছন্দ করে সকলে যে এই বয়সেই তার নামে ফ্যানপেজও খোলা হয়ে গেছে। এবং সেখানে নানা ধরনের ছবি-ভিডিও , খুনসুটি ধরা পড়ে। ছোট থেকেই সকলের চোখের মণি হয়ে উঠেছে ইউভান। তার প্রতিটি মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন নেটিজেনরা। ইউভান কোনও কিছু করা মানেই তা নিমেষে ভাইরাল। ছোট থেকেই মায়ের ও বাবার শিক্ষায় বড় করে তুলছেন ইউভানকে। এবং নারী দিবসের আগে পরিবার, সমাজ সব কিছু নিয়ে সকলকে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন