'দেবী' থেকে কি 'বাবু' হয়ে গেলেন স্বস্তিকা? ধুতি-পাঞ্জাবি-তে লিঙ্গভেদের বার্তায় চমক নায়িকার

বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই তিনি যেন দাঁপিয়ে বেড়াচ্ছেন। তাকে থামানোর জো নেই কারোর। যেমন তার অভিনয় দক্ষতা, তেমনই তিনি স্পষ্টবক্তা। তিনি আর কেউ নন, সকলের প্রিয় শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি কখনও হারতে শেখেনি। বরং তিনি গর্জে উঠতে বেশি স্বাচ্ছদ্য। আর তাই নাকি বিনোদন দুনিয়ার রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।  সনাতন নারী-র আচমকা ভোলবদলে চমকে গেছেন সকলে। হঠাৎ করেই মহিলাদের পোশাক ছেড়ে পুরুষদের পোশাক গায়ে তুলতেই সকলের চক্ষু যেন ছানাবড়া। কালো বেনিয়ান পাঞ্জাবি এবং সাদা ধুতি স্বস্তিকা হলেন 'বাবু'। পায়ে কোলাপুরি চটি, গলায় চওড়া মিনাকারি হার,নাকে নাকছাবি, আঙুলে আংটি। পোশাকশিল্পী অভিষেক রায়ের অনবদ্য পোশাকে তিনি যেন অনন্যা।

বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই তিনি যেন দাঁপিয়ে বেড়াচ্ছেন। তাকে থামানোর জো নেই কারোর। যেমন তার অভিনয় দক্ষতা, তেমনই তিনি স্পষ্টবক্তা। তিনি আর কেউ নন, সকলের প্রিয় শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি কখনও হারতে শেখেনি। বরং তিনি গর্জে উঠতে বেশি স্বাচ্ছদ্য। আর তাই নাকি বিনোদন দুনিয়ার রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।  সনাতন নারী-র আচমকা ভোলবদলে চমকে গেছেন সকলে। হঠাৎ করেই মহিলাদের পোশাক ছেড়ে পুরুষদের পোশাক গায়ে তুলতেই সকলের চক্ষু যেন ছানাবড়া। কালো বেনিয়ান পাঞ্জাবি এবং সাদা ধুতি স্বস্তিকা হলেন 'বাবু'। পায়ে কোলাপুরি চটি, গলায় চওড়া মিনাকারি হার,নাকে নাকছাবি, আঙুলে আংটি। পোশাকশিল্পী অভিষেক রায়ের অনবদ্য পোশাকে তিনি যেন অনন্যা।

পুরুষদের অনেকেই এখন নারীদের শাড়ি জড়িয়ে ছবিতে পোজ দিতে দেখা যাাচ্ছে। এমনকী চুলের স্টাইল পাল্টে ঘাড়ের কাছে স্থান নিচ্ছে খোঁপা। তাহলে মহিলারা কেন পারবেন না। অভিষেক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিঙ্গভেদ দূর করার জন্যই এই বার্তা। আর এমন সাহসী বার্তা স্বস্তিকা ছাড়া আর কেউ দিতে পারবে না। তাই মনের মতো করে ধুতি-পাঞ্জাবিতে সাজিয়েছেন স্বস্তিকাকে।  যদিও এর আগে লিঙ্গভেদ নিয়ে অনেকেই সুর চড়িয়েছিলেন তবে এই নিয়ে কেউ কখনও এমন পোশাক গায়ে তোলেননি। ছক ভাঙতে কতটা সিদ্ধহস্ত স্বস্তিকা, তা সকলেরই জানা, ফের তা হাতে কলমে প্রমাণ করে দিলেন টলিপাড়ার শ্রীমতী।

Latest Videos

 

টলিউডের একটু অন্য ঘরনার অভিনেত্রীদের মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। থলথলে চর্বি, সারা শরীরে জমেছে মেদ, এহেন চেহারা যেন টলি নায়িকাদের সঙ্গে যেন বেমানান। কিন্তু টলিপাড়ার একটু অন্য ঘরনার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেন এগুলোকেই বড্ড বেশি আঁকড়ে ধরেছেন। বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। লো-নেক পোশাক, বক্ষ বিভাজিকা এসব যেন জলভাত। তার কাছে ভারী চেহারা সংজ্ঞাটাই যেন আলাদা। মোটা চেহারা নিয়ে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন স্বস্তিকা। তার মতো করেও অন্যান্যদেরও জীবনটাকে উপভোগ করতে বলেছেন। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের হট ফোটোশ্যুট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। বয়স যত বাড়ছে ততই নাকি তার শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে। ৪০-এর স্বস্তিকাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সুপারবোল্ড অবতারে ছবি শেয়ার করা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। লাভ থেকে আগুনের ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। টলিউড থেকে বলিউড,  সিনেমা তো রয়েইছে, পাশাপাশি ওয়েবসিরিজে চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা। 

Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র