রাজ-শুভশ্রীর বারবিকিউ নাইটস, মাংস, হুকোর পাশাপাশি কী কী ছিল মেনুতে

Published : Jan 03, 2021, 10:37 PM IST
রাজ-শুভশ্রীর বারবিকিউ নাইটস, মাংস, হুকোর পাশাপাশি কী কী ছিল মেনুতে

সংক্ষিপ্ত

বছর শুরুতেই বারবিকিউ নাইটস ছাদে চলছে শুভশ্রী-রাজের পার্টি সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ মহল নতুন বছরে গ্র্যান্ড সেলিব্রেশন সেলেব দম্পতির

অভিশপ্ত ২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। অন্যান্য বছরের নিউ ইয়ার ইভের চেয়ে এই বঠরের নিউ ইয়ার অবশ্যই ছিল আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছর আর নেই বলেই দাবি মানুষের। 

যার জেরে উদ্দাম সেলিব্রেশনের সহিত ২০২০-কে বিদায় জানাল বিশ্ববাসী। বছর শুরুতেই বারবিকিউ নাইটস। ছাদে চলছে শুভশ্রী-রাজের পার্টি। সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ মহল। নতুন বছরে গ্র্যান্ড সেলিব্রেশন সেলেব দম্পতির।

 

 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা