বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবপর্ণা, পাত্র কে জানেন

Published : Oct 14, 2019, 01:00 PM ISTUpdated : Oct 14, 2019, 01:28 PM IST
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবপর্ণা, পাত্র কে জানেন

সংক্ষিপ্ত

গুঞ্জণ শোনা যাচ্ছিল বিয়ের পিড়িতে বসতে চলেছেন দেবপর্ণা সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে দেবপর্ণা জানালেন নিজের বিয়ের কথা টলি পাড়ায় অতি পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী জিমে গিয়েই পাত্রের সঙ্গে আলাপ হয়েছিল দেবপর্ণার

অনেকদিন ধরেই গুঞ্জণ শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবপর্ণা।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে দেবপর্ণা জানালেন নিজের বিয়ের কথা। টলি পাড়ায় অতি পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী। বহু দিন ধরেই তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। 

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে শুভেচ্ছাবার্তা ঋতুপর্ণা সেনগুপ্তর

সম্প্রতি 'নেতাজি'  ধারাবাহিকে বিপ্লবী অনুপমার চরিত্র বেশ সাড়া ফেলেছে। এর পাশাপাশি ভানুমতির খেল, বোঝো না সে বোঝে না, স্বপ্ন উড়ান,পুন্যি পুকুর ধারাবহিকেও দক্ষতার সঙ্গে অভিনয় করে টেলিভিশন জগতে আদালা পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন দেবপর্ণা। 

জানা গিয়েছে, দেবপর্ণার বিয়ে হতে চলেছে শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে। পাত্রের রয়েছে নিজস্ব একটি জিম। সেই জিমে গিয়েই আলাপ হয়েছিল দেবপর্ণার সঙ্গে। শুভ্রজ্যোতির জিমে যাতায়াত রয়েছে টলি পাড়ার বহু সেলিব্রিটিদের। আগামী বছরে প্রথম মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?