লকডাউনে কী এমন চিন্তা ভাবিয়ে তুলল বিক্রমকে, নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন অভিনেতা

  • দেশে লকডাউনের কারণে তারকারা আর পাঁচজনের মতই ইন্টারনেটে মুখ গুঁজে সময় কাটানোর চেষ্টা করছেন।
  • এর মাঝে রয়েছে হোম ওয়ার্ক আউট রুটিনও।
  • সময় কাটানো ছাডা়ও একটি বিষয় বেশ চিন্তিত বিক্রম চট্টোপাধ্যায়।
  • ছবি পোস্ট করে বার্তা পৌঁছনোর চেষ্টায় অভিনেতা।

Adrika Das | Published : Apr 3, 2020 12:43 PM IST / Updated: Apr 03 2020, 06:16 PM IST

করোনা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে গোটা বিশ্ব। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়ে দু'হাজারেরও বেশি। সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে একুশ দিন। জানা যাচ্ছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত হতে পারে লকডাউন। এরই মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগৎ সকলকে সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃপাতে মাছ-মাংস-ডিম নয়, কেন শাক-সব্জি-ফলই ভরসা এই বলি-তারকাদের

আরও পড়ুনঃ'গেঁন্দাফুল' চ্যালেঞ্জ এবার টিকটকে, হট প্যান্টেই বাজিমাত বঙ্গতনয়ার

কেবল লকডাউনই নয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয়েো আলোকপাত করেছেন তাঁরা। যেমন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে পথের কুকুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে সকলকে অনুরোধ করেছেন, এই সময় অত্যন্ত অসহায় হয়ে গিয়েছে পশু-পাখিরা। নিজের বাড়ির পোষ্যের মতই তাদেরকেও জল ও খাবার দেওয়ার অনুরোধ করেছেন বিক্রম। 

আরও পড়ুনঃপ্রধানমন্ত্রীর পর মার্কিন সাংবাদিক, ফের টুইট চুরি করে নেটিজেনদের রোষের মুখে উর্বশী

বিক্রমের এই উদ্যোগে প্রশংসায় ভরেছে নেটদুনিয়া। করোনা আতঙ্কে গোটা বিশ্বে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে বিনোদন জগতের সমস্ত মাধ্যমের শ্যুটিং। যার কারণে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন সিরিয়াল ও সিনেপ্রেমীরা। তাদের পছন্দের সমস্ত ধারাবাহিকের এখন বন্ধ। হলে গিয়ে মুভি দেখার সুযোগ নেই। তাই অভিনেতা-অভিনেত্রীরা লকডাউনের মাঝেই শুরু করে দিয়েছেন ভক্তদের মনোরঞ্জন করা।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!