তৃণমূল বিধায়কের ছবির গুঁতোয় বাদ সৃজিতের X=Prem-এর স্ক্রিনিং, নন্দনে বিতর্ক তুঙ্গে

ছবি মুক্তির আগেই নন্দনে শো পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত 'হাবজি গাবজি' নন্দনে জায়গা পেলেও বাদ পড়েছিল X=প্রেম। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি।

চারবার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের চলচ্চিত্র X=Premকে পিছনে ফেলে স্ক্রিনিং দৌড়ে এগিয়ে গিয়েছিল তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীর ছবি। তাই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। নন্দন থিয়েটারে স্ক্রিনিং স্লট প্রত্যাখ্যান করা হয় X=Prem-এর। 

পরিচালক-কাম-তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তীর ফিল্ম হাবজি গাবজি যদিও একটি বিকেলের স্লট পায়। সৃজিত টুইট করেছেন, “একই দিনে দুটি ছবি মুক্তি পেয়েছে। দুজনেই নন্দনের জন্য আবেদন করেন। কিন্তু, মাত্র একজন অনুমতি পান। যেখানে নিয়ম অনুযায়ী দুটি সিনেমারই সমান গুরুত্ন পাওয়া উচিত। এটা কেন হল? যদিও সব ফিল্ম সমান, কিছু ফিল্ম আপাতদৃষ্টিতে অন্যদের চেয়ে বেশি সমান :-)।”

Latest Videos

ছবি মুক্তির আগেই নন্দনে শো পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত 'হাবজি গাবজি' নন্দনে জায়গা পেলেও বাদ পড়েছিল X=প্রেম। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি।

একই দিনে মুক্তি পাওয়া দু'টি ছবির প্রতি নন্দন কর্তৃপক্ষের দুরকমের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন সৃজিত। তার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি ফেসবুক লাইভ করে সুর নরম করেন সৃজিত। ফেসবুক লাইভে এসে সৃজিত বলেন, নন্দনে তাঁর সিনেমা না আসা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই, কিন্তু ছবি না দেখানোর কারণ কেন নন্দন কর্তৃপক্ষ তাঁকে জানালেন না, সেই প্রশ্নই তুলেছেন। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে 'বন্ধু' রাজের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। 
রাজ চক্রবর্তীর পাল্টা দ্রুত বলেন, "আমি বিতর্কের মাধ্যমে প্রচার চাই না কারণ ছবিটি চূড়ান্ত (শেষ) কথা বলবে।" পরে সৃজিত স্পষ্ট করেছিলেন যে স্লট অস্বীকার করার সময় কোনও কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তাই জটিলতা তৈরি হয়। 

সাম্প্রতিক অতীতে, পরিচালক অনিক দত্তের চলচ্চিত্র অপরাজিত, যা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের তার মাস্টারপিস সৃষ্টি পথের পাঁচালীর যাত্রার উপর বানানো, নন্দনে স্ক্রিনিং করা হয়নি। কারণ অনিক দত্ত তৃণমূল কংগ্রেস বিরোধী। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury