ঋতুপর্ণা থেকে শুভশ্রী, পরমব্রতকে জন্মদিনের শুভেচ্ছা টলি তারকাদের

Published : Jun 27, 2020, 12:24 PM ISTUpdated : Jun 27, 2020, 12:27 PM IST
ঋতুপর্ণা থেকে শুভশ্রী, পরমব্রতকে জন্মদিনের শুভেচ্ছা টলি তারকাদের

সংক্ষিপ্ত

বাঙালির হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়  বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র  টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলরের পরমব্রতর  আজ জন্মদিন  ৪০-শে পা দিলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ঋতুপর্ণা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরমকে টুইট করেছেন

বাঙালির হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়  বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।  একাধারে সফল অভিনেতা এবং অন্যদিকে পরিচালক। টলি ইন্ডাস্ট্রিতে তার অভিনয়ে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। আজ ৪০-শে পা দিলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলরের আজ জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে রাজ চক্রবর্তী, শুভশ্রী সহ আর টলি তারকারাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরমকে।

আরও পড়ুন-মিনি স্কার্টে ক্যাটরিনাকে দেখে রেগে আগুন হয়েছিলেন সলমন, জানুন কী ঘটেছিল...

ঋতুপর্ণা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরমকে টুইট করেছেন।  দেখে নিন টুইট পোস্টটি,

.

পরমব্রত জন্মদিনে শুভশ্রীর টুইট,

 

রাজের টুইট পোস্ট,

 

বায়োপিক নিয়ে বলিউডেই বেশি মাতামাতি  রয়েছে। এবার সেই তালিকায় ধীরে ধীরে টলিউডও আসতে চলেছে। অনেকদিন ধরেই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বায়োপিক নিয়ে জল্পনা চলছিল টলিপাড়ার অন্দরে। অভিনেতার জন্মদিনের দিনই তার বায়োপিকের ঘোষণা করেছিলেন পরমব্রত। জল্পনাতে শোনা গিয়েছিল, বাঙালির হার্টথ্রব পরমব্রত বন্দ্যোপাধ্যায় এবার গাটছড়া বাঁধতে চলেছেন। অনেকদিন ধরেই পরমব্রতকে নিয়ে কানাঘুষো চলছিল। কবে বিয়ে করবেন তিনি এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছিল সবার মুখে মুখে। সূত্র থেকে জানা গেছে,২০২০ সালের মধ্যেই তিনি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। পরমব্রত বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বান্ধবী ইকার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরমব্রত। অনেকদিন ধরেই দুজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। কিন্তু লকডাউনে জেরে তা যে স্থগিত রয়েছে, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?