করোনার ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের বস জিৎ। মঙ্গলবার সকালে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা। করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও রিপোর্ট পজিটিভ আসতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ন-ঐশ্বর্যর সঙ্গে 'Divorce', গুঞ্জনকে তুড়ি মেড়ে ১৩ বছরের সুখী দাম্পত্য, মুখ খুললেন অভিষেক...
ডাক্তারের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের বস। শুটিংয়ে ফিরেই করোনার কবলে পড়েছেন জিৎ। চিকিৎসকের পরামর্শ মেনেই চলেছে পুরোদমে চিকিৎসা। মেডিক্যাল পরামর্শও নিয়েছেন তারকা। ইনস্টাগ্রামে অভিনেতা জানিয়েছেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলেই করোনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন অভিনেতা।
জিতের করোনায় আক্রান্ত হওয়ার খবরে সকলেই আরোগ্য কামনা করেছেন। অভিনেতার কো স্টার সায়ন্তিকাও দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, জলদি সুস্থ হয়ে কাজে ফেরো। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। তবু করোনার থেকে শেষরক্ষা হল না। ফের কোভিডের কবলে পড়লেন অভিনেতা। উল্লেখ্য, শুভশ্রী, অঙ্কুশ, গোবিন্দার সঙ্গে গত সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন জিৎ। এবার করোনায় আক্রান্ত হওয়ার ফলে শো-এর শুটিংও বাতিল হওয়ার সম্ভাবনা বাড়ছে। বলিউডেও করোনার থাবা যেন দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ একঝাঁক তারকা।