খোলা চুল- মাথাভর্তি সিঁদুর, পদ্মফুল হাতে উমার আগমন, ভাইরাল ভিডিও

Published : Oct 21, 2020, 06:08 PM IST
খোলা চুল- মাথাভর্তি সিঁদুর, পদ্মফুল হাতে উমার আগমন, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

উমার বেশে নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী মহামায়ার রূপে তনুশ্রীকে দেখে সকলেই আপ্লুত  দেবী দূর্গার বেশে অশুভ শক্তিকে বিনাশ করতে হাজির হয়েছেন তনুশ্রী দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ছবি

দূর্গাপূজা শুরু হয়ে গেছে গতকাল থেকেই। আজ পঞ্চমী । সকলেই পুজোর আনন্দে মেতে উঠেছেন, শুরু হয়েও গেছে পুজোর প্রস্তুতি। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও সকলেই পুজোর আনন্দে মাতোয়ারা। পুজো ফ্যাশনে কে কাকে টেক্কা দেবে তা নিয়েও চলছে হাড্ডাহাড্ডি। একের পর এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার নজর কাড়ছেন টলিপাড়ার বাঙালি অভিনেত্রীরা। সেই তালিকায় পিছিয়ে নেই টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

আরও পড়ুন-অন্য মহিলাকে ঘাড়ে তুলে অশ্লীলতায় মত্ত রণবীর, জানতে পেরে কী করেছিলেন দীপিকা...

সম্প্রতি উমার বেশে নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী। পরণে লাল শাড়ি, খোলা  চুলে মাথাভর্তি সিঁদুর, কপালে বড় টিপ, হাতে শাখা-পলা, নাকে বড় নথ পরেই সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ছবি।

 

 

 মহামায়ার রূপে তনুশ্রীকে দেখে সকলেই আপ্লুত । টলি অভিনেত্রী তনুশ্রীর শুধু ছবিই নয়, একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ ব্যাকগ্রাউন্ডে বাজছে। আর তার সঙ্গেই দেবী দূর্গার বেশে অশুভ শক্তিকে বিনাশ করতে হাজির হয়েছেন তনুশ্রী। মুহূর্তের মধ্যে মহামায়া রূপী তনুশ্রী নজর কেড়েছে নেটিজেনদের। 

 

 

বাংলার ঘরে যখন উমার আগমন হয়েছে,তখন ট্র্যাডিশনাল বাঙালি সাজে সকলের নজর কাড়লেন অভিনেত্রী তনুশ্রী।  নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। এ কোন রূপ অভিনেত্রীর তা জানতেই মুখিয়েই রয়েছেন নেটিজেনরা।


 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা