ফের আটের দশকের পুনরাবৃত্তি, ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় উদ্বিগ্ন টলি তারকারা

  • ২০২০ সালে যে মড়ক লেগেছে তা যেন আবারও প্রমাণ করে দিল বিশাখাপত্তনমের ঘটনা
  • ভাইজাগের এই দুর্ঘটনা নিয়ে শোকাহত গোটা টলিউড
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন
  • সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন টলি তারকারা

Riya Das | Published : May 8, 2020 10:10 AM IST

একদিকে করোনা আতঙ্ক, আবার তার মধ্যে আবার নয়া বিপত্তি। বৃহস্পতিবার ভোর রাতে বিশাখাপত্তমের পুরো ছবিটাই যেন মুহূর্তের মধ্যে অচেনা হয়ে গিয়েছিল। বিশাখাপত্তনমের এলজি পলিমারল কারখানা থেকে বিষাক্ত স্টায়ারিন গ্যাস লিক করে বহু মানুষের মৃত্যু হয়েছে। বেলা যত বাড়ছে ততই যেন বাড়ছিল মৃত্যু মিছিল। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে অসুস্থ হচ্ছে কাতারে কাতারে মানুষ।  এহেন পরিস্থিতিতে সকলের যেন আটের দশকের ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার কথাই মনে পড়ে যাচ্ছে। সকলেই এই ঘটনায় উদ্বিগ্ন। দেশের বর্তমান পরিস্থিতি তার উপর ভাইজাগের এই দুর্ঘটনা নিয়ে শোকাহত গোটা টলিউড। সকলেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন-মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিশাখাপত্তনম, শোকজ্ঞাপনে সামিল বলিউড...

আরও পড়ুন-পর্দার 'সীতা' এবার স্বাধীনতা সংগ্রামী , লকডাউনে ভাইরাল হল ছবি...

২০২০ সালে যে মড়ক লেগেছে তা যেন আবারও প্রমাণ করে দিল বিশাখাপত্তনমের ঘটনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, 'আবারও দুঃসংবাদ। ভাইজাগ গ্যাসের ছবি দেখে সত্যিই শোকাহত এবং মর্মাহত। যারা হাসপাতালে রয়েছে তাদের আরোগ্য কামনা করি।'

 

 

অভিনেত্রী স্বস্তিকাও নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,'রাত প্রায় আড়াইটে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। আর এর মধ্য মহাবিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারান অনেকে।'

 

 

টলি অভিনেতা তথা সাংসদ দেবও শোকপ্রকাশ করেছেন এই গ্যাস দুর্ঘটনায়। তিনি জানিয়েছেন,' জীবনে একসঙ্গে এত কিছু দেখতে হবে তা কোনওদিনই কল্পনা করিনি। ভীষণই দুঃখজনক ঘটনা।'

 

টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও ভীষণভাবে শোকাহত হয়েছেন এই দুর্ঘটনায়। সকলের জন্য তিনি কাতর প্রার্থনা করেছেন, দেখে নিন টুইট পোস্টটি,

Share this article
click me!