'এ বাংলা হাসবে আবার', করোনা মোকাবিলায় টলিউডের নয়া অ্যান্থেম

  • করোনার বিরুদ্ধে লড়তে নয়া উদ্যোগ শুভশ্রীর।
  • ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
  • মৃতের সংখ্যাও বাড়ছে দেশে। 
  • করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ টলিউডের।

আলাদা জায়গা, একই ফ্রেম। টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা করোনা মোকাবিলায় নিলেন নয়া পদক্ষেপ। 'এই বাংলা আমার হাসবে আবার', করোনার বিরুদ্ধে লড়ার বাংলার নতুন অ্যান্থেম। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গানের টিজার। আগামী ২০ এপ্রিল সকাল ১১টা নাগাদ মুক্তি পাবে এই গানটি। রাজ চক্রবর্তীর উদ্যোগেই তৈরি হয়েছে এই গান। 

আরও পড়ুনঃলকডাইনে বাড়িতেই পার্লার, গৃহবন্দি রাজকুমার কাটলেন পত্রলেখার চুল

Latest Videos

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন নিজেদের টিজারগুলি। প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে বারো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

 

 

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় যোদ্ধা তাঁরাই, ধন্যবাদ জানিয়ে এক অন্য ভরের গল্প লোপামুদ্রার কণ্ঠে

 

লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed