দিদি-র হ্যাট্রিক, নবান্নে আবারও হাওয়াই চটি, শুভেচ্ছা জানালো টলিউড

Published : May 06, 2021, 08:12 AM IST
দিদি-র হ্যাট্রিক, নবান্নে আবারও হাওয়াই  চটি, শুভেচ্ছা জানালো টলিউড

সংক্ষিপ্ত

বাংলার বুকে তৃতীয়বার রাজত্ব  স্বাগত জানালো টলিউড সেলেবমহল  ট্রেন্ডে উঠে এলো হাওয়াই চটি   স্বাগত জানাতে ভুললেন না যশ 

২০১১ থেকে পথ চলা শুরু, তারপর বাংলার মসনদে দশ বছর পার। প্রথম ধাক্কায় ছিল পরিবর্তনের ঝড়। দ্বিতীয় ধাক্কায় ছিল না তেমন কোনও  প্রতীদ্বন্দী। তৃতীয়বারে এসে কড়া টক্করে গেরুয়া শিবির, প্রতিটা মুহূর্তে সকলের মনে ছিল একটাই প্রশ্ন, ট্রেন্ড কোন দিকে! কী হতে চলেছে, একের পর এক শাহী সফর বাংলার বুকে, আসছেন খোদ প্রধানমন্ত্রী, ভিড় উপচে পড়েছে সর্বত্র, তবুও বাংলার সিংহাসনে জনতা চেয়েছে বাংলার মেয়েকেই। ২ মে তা হাতে নাতে প্রমাণ পেল সকলেই। ৫ মে তাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। 

আরও পড়ুন- আবারও মানবিক উদ্যোগ ভাইজানের, রাধে ছবির আয়ের একাংশ যাবে করোনা ত্রাণে 

 

 

প্রশংসায় পঞ্চমুখ টলিপাড়া। একের পর এক সেলেব পোস্ট করতে থাকলেন শুভেচ্ছাবার্তা। মমতার শপথ গ্রহণের ছবি তুলে ধরে, রাজ চক্রবর্তী গর্বের পোস্ট করে স্বাগত জানান দিদিকে। 

পাশাপাশি হাওয়াই চটির ছবি পোস্ট করে স্বস্তিকা স্বাগত জানিয়েছেন দিদিকে, তৃতীয়বারের জন্য নবান্ন দখলে হাওয়াইচটি। যদিও কমেন্টবক্সে উঠে এসেছে বহু ব্যঙ্গের  ইঙ্গিত। 

 

 

দিদিকে স্বাগত জানাতে পরমের অস্ত্রও সেই হাওয়াইচটি। লিখলেন- যতই নাড়ো কলকাঠি , নবান্নে সেই হাওয়াই চটি। এমন কি তালিকা থেকে বাদ পড়েননি  যশও। তিনিও জানিয়েছেন স্বাগত। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?