অনবদ্য ট্রেলার উষ্কে গেল কৌতুহল, একমাস পরেই মুক্তি পাবে পরিণীতা

Published : Jul 05, 2019, 04:15 PM IST
অনবদ্য ট্রেলার উষ্কে গেল কৌতুহল, একমাস পরেই মুক্তি  পাবে পরিণীতা

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল ছবির ট্রেলার পাড়ার প্রেমের একটুকরো কোলাজ রাজ চক্রবর্তীর ছবিতে আনকোড়া নতুন প্রেম অনবদ্য ঋত্বিক-শুভশ্রী

অসাধারণ, এক কথায় অনবদ্য। ছবির ট্রেলার জুড়ে চোখে পড়ল এক ফালি রোদের মতন অপরিণত বয়সের উষ্ণ প্রেমের গল্প। পাড়ার ছেলে বাবাই দা। স্কুল পড়ুয়া ছোট্ট মেয়ের জগত জুড়ে পাড়ার দাদা। পড়াশুনা, খেলাধুলা, আবদার সবকিছুই তাকে ঘিরে। ভালোলাগা, সেখান থেকেই প্রেম। বাড়ির গুরুজনদের কিছু বোঝার আগেই সম্পর্কের জল গড়ায় বহু দুর। এরপর পরিবারের নজরে আসা। হাসি, ঠাট্টার মাঝে আচমকাই ঘুরে যায় গল্পের মোড়। বাবাই দার-আত্মহত্যার খবরে পাল্টে যায় গল্প, পাল্টে যায় পাড়ার ছোট্ট মেয়েটি। প্রতিশোধ নাকি কেবলই মানসিক ভাবে ভেঙে পরা, কোন পথে পা বাড়াবে সে, ট্রেলার দেখে কৌতুহল জাগে দর্শকের মনে। 

ছবির নাম পরিণীতা। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে আনকোড়া নতুন প্রেমের গল্প। যার এক ঝলক ট্রেলার চোখে পড়া মাত্রই ছবিকে ঘিরে কৌতুহলের মাত্রা গেল বেড়ে। ছবির কাজ শেষ। প্রকাশ্যে এলো রথযাত্রার দিন ছবির ট্রেলার।

পরিণীতায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ছবিতে এক বিশেষ ভুমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। চাওয়া পাওয়ার মাঝে সব হারিয়ে ঘুরে দাঁড়ানোটা কতটা সম্ভব! আদেও কী পরিস্থিতি সবসময় পাশে থাকে, সব প্রেমের কী আর পরিণতি বিয়েতে শেষ হয়! এমনই হাজারও প্রশ্ন তুলে প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার