অনবদ্য ট্রেলার উষ্কে গেল কৌতুহল, একমাস পরেই মুক্তি পাবে পরিণীতা

  • প্রকাশ্যে এল ছবির ট্রেলার
  • পাড়ার প্রেমের একটুকরো কোলাজ
  • রাজ চক্রবর্তীর ছবিতে আনকোড়া নতুন প্রেম
  • অনবদ্য ঋত্বিক-শুভশ্রী

অসাধারণ, এক কথায় অনবদ্য। ছবির ট্রেলার জুড়ে চোখে পড়ল এক ফালি রোদের মতন অপরিণত বয়সের উষ্ণ প্রেমের গল্প। পাড়ার ছেলে বাবাই দা। স্কুল পড়ুয়া ছোট্ট মেয়ের জগত জুড়ে পাড়ার দাদা। পড়াশুনা, খেলাধুলা, আবদার সবকিছুই তাকে ঘিরে। ভালোলাগা, সেখান থেকেই প্রেম। বাড়ির গুরুজনদের কিছু বোঝার আগেই সম্পর্কের জল গড়ায় বহু দুর। এরপর পরিবারের নজরে আসা। হাসি, ঠাট্টার মাঝে আচমকাই ঘুরে যায় গল্পের মোড়। বাবাই দার-আত্মহত্যার খবরে পাল্টে যায় গল্প, পাল্টে যায় পাড়ার ছোট্ট মেয়েটি। প্রতিশোধ নাকি কেবলই মানসিক ভাবে ভেঙে পরা, কোন পথে পা বাড়াবে সে, ট্রেলার দেখে কৌতুহল জাগে দর্শকের মনে। 

ছবির নাম পরিণীতা। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে আনকোড়া নতুন প্রেমের গল্প। যার এক ঝলক ট্রেলার চোখে পড়া মাত্রই ছবিকে ঘিরে কৌতুহলের মাত্রা গেল বেড়ে। ছবির কাজ শেষ। প্রকাশ্যে এলো রথযাত্রার দিন ছবির ট্রেলার।

Latest Videos

পরিণীতায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ছবিতে এক বিশেষ ভুমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। চাওয়া পাওয়ার মাঝে সব হারিয়ে ঘুরে দাঁড়ানোটা কতটা সম্ভব! আদেও কী পরিস্থিতি সবসময় পাশে থাকে, সব প্রেমের কী আর পরিণতি বিয়েতে শেষ হয়! এমনই হাজারও প্রশ্ন তুলে প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু