পায়ে পায়ে পঞ্চাশ, 'শেষ থেকে শুরু'-র পথে অভিনেতা জিৎ

  • দেখতে দেখতে পঞ্চাশে পা জিৎ-এর
  • দেখে নেওয়ার পালা শেষ থেকে শুরু

সাথী দিয়ে হাতেখড়ি। তারপর একে একে সুপারহিট ছবিতে দর্শক পেয়েছন জিৎ-কে। সেই শুরু, দেখতে দেখতে কেটে গেল অনেকটা পথ। পায়ে পায়ে পঞ্চাশ। না, অভিনেতার বয়স নয়, পঞ্চাশে পা রাখল জিতের ছবি। তাই সিলভার স্ক্রিনে হাফ সেঞ্চুরি করার জন্য পুরোদমে প্রস্তুত অভিনেতা। সঙ্গে 'শেষ থেকে শুরু' একবার ঝালিয়ে নেওয়ার পালা। 'শেষ থেকে শুরু'- জিৎ-এর ফিল্মি কেরিয়ার জীবনের পঞ্চাশতম ছবি। জিৎ এখন জোর ব্যস্ত এই ছবিটির প্রোডাকশন নিয়ে।

কোয়েল মল্লিক ও জিৎ অভিনীত এই ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। '১০০% লাভ'-এর পর এই জুটির এটাই প্রথম ছবি। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বিগ বাজেটের এই ছবিতে জিৎ খামতি রাখেনি কিছুরই। রোম্যান্স যেমন এই ছবিতে জমজমাট তেমনি লোকেশন চোখ ধাঁধানো। এছাড়াও রয়েছে মারকাটারি অ্যাকশন। সঙ্গে ছবির গতি এগিয়েছ জমজমায় থ্রিলারে। 

Latest Videos

ছবিতে অন্যতম এক চরিত্রে দর্শক পাবেন ঋতাভরীকে। ছবির বেশ কিছুটা অংশ শ্যুটিং হয়েছে লন্ডনে। জিৎ-কোয়েল রোমান্স যতটা রঙিন ঠিক ততটাই কঠোর ছবির অন্য ধাপ, সম্পর্কের টানাপোড়েন-এ ও সামাজিক দায়বদ্ধতার কবলে পড়ে সাত পাকে বাঁধা জুটিকে সন্মুখিন হতে হয় চরম বাস্তবের।

ছবিতে অপর আকর্ষণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাচ। ছবিতে একটি মাত্র গানে দর্শক পাবেন তাঁকে। ট্রেলারে তার ঝলকও নজরে পড়ে সকলের। এই ছবিতে সুর দিয়েছেন অর্কপ্রভ। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি মুক্তি পাবে দেব ও রুকমিনী-র কিডন্যাপ-এর সঙ্গেই।  

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন