বড় পর্দায় এবার রবিঠাকুরের শেষের কবিতা স্বাদ মিলবে শেষের গল্প-এ, অমিত-এর ভুমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়

  • রবীন্দ্রনাথের শেষের কবিতা এবার বড় পর্দায়
  • অমিত্যের ভুমিকায় থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
  • বিপরীতে অভিনয় করছেন মমতা শঙ্কর
  • মুক্তি পেল ছবির ট্রেলার

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাস সকলের ভিষণ কাছের। অমিত-লাবণ্যর এই সম্পর্কের ধাঁচ, তাদের প্রেম, যেন এক ভিন্ন জগতের নিয়ে যায় মানুষকে। সেই গল্পই এবার ভিন্ন আঙ্গিকে ছবির পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। পরিচালনার কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রনাট্যের স্বাদ দিয়েই হাতে খড়ি করলেন তিনি। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর। ছবির নাম শেষের গল্প।
অমিত-লাবণ্য, একে অন্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা দুরে সরে গেছিল প্রাপ্ত বয়সে, তিরিশ বছর পরই তাদের মধ্যে জমে থাকা পুরনো আবেগ, রাগ অনুরাগ আবারও সামনে এসে ধরে দিল। এমনই ছকে বাঁধা তাদের জীবনের প্রেম কাহিনী। সামান্য অবসর নিয়ে লাবণ্য চলে আসে বৃদ্ধাশ্রমে, আর তার মালিক ছিলেন অমিত। শেষ বয়েসে পুনরায় মুখোমুখি লাবণ্য-অমিত। আবারও একবার ঝালিয়ে নেওয়া অতীতের সুখ-দুঃখ, মান-অভিমানের পালা। 
সম্প্রতিই মুক্তি পেল ছবির ট্রেলার। অনবদ্য গল্প বলার ধাঁচে তৈরি এই ট্রেলারে চোখে পরে এক অসমাপ্ত প্রেমের গল্প। যেখানে কেবলই বিচ্ছেদের সুর ধরা পড়ল। লাবণ্যর ভুমিকায় দেখা যাবে মমতা শঙ্করকে। ২৫ শে বৈশাখ পালনে মমতা শঙ্করের নাচও সকলের নজর কাড়ে এই ট্রেলারে। ছবি অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায় প্রমুখদের।  

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News