একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে সেলেবজুটি, নেটদুনিয়ায় হটকেক তৃণা-নীল

Published : Mar 16, 2020, 08:57 PM IST
একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে সেলেবজুটি, নেটদুনিয়ায় হটকেক তৃণা-নীল

সংক্ষিপ্ত

টেলি তারকা তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের ঘনিষ্ঠতায় ভরা ছবি ভাইরাল নেটদুনিয়ায়। সাদা পোশাকে ট্যুইনিং করে তাক লাগালেন টেলি-জুটি।  তৃণার পোস্ট করা ছবি দেখে ভক্তদের প্রশংসায় ভরে যাচ্ছে কমেন্ট সেকশন। 

ছোটপর্দার জনপ্রিয় জুটিদের মধ্যে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার নাম আগেই উঠে আসে। প্রায় ১০ বছরের পরিচয় তাঁদের। বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয় তৃণা-নীলের। একই গ্রুপে মেলামেশা সেখান থেকে ভালবাসার পথচলা তাঁদের। সম্প্রতি তৃণার পোস্টে সেলেব-জুটির প্রেম যেন আরও গভীর হয়ে উঠল। 

আরও পড়ুনঃবাহুবলীর রানির সঙ্গে তুলনা শ্রীতমার, বিয়েবাড়িতে নজর কেড়ে ভাইরাল ছোটপর্দার মহুয়া

 

 

সাদা শার্ট পরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন দু'জনে। যেখানে তাঁদের রসায়ন দেখে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এমন হট অবতারে তাঁদের আগে কেউ দেখেনি। ছবি পোস্ট করতেই নেটিজেনকে তাক লাগিয়েছে তৃণা-নীলের হট কেমিস্ট্রি। 

আরও পড়ুনঃ'নেহাও একদিন পাঁচজন পরপুরুষকে নিয়ে ঘুরবে', ট্রোলিংয়ের তিরে বিদ্ধ অঙ্গদ বেদি

এই ছবির কমেন্ট সেকশনে অন্যান্য ভক্তদের মন্তব্য চোখে পড়ার আগেই নজর কাড়ল নীল ভট্টাচার্যের কমেন্ট। যএখানে তিনি লিখেছেন, "ছবিতে যে মেয়েটি রয়েছে বেশ হট।" সম্পর্ক নিয়ে বেশি শো অফ না করলেও ছোট খাটো বিষয় একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করেই ফেলেন তাঁরা।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার