বিয়ের আর মাত্র কয়েকদিন, Love Story-র রহস্য ফাঁস করলেন তৃণা

  • নীল ভট্টাচার্যের সঙ্গে সম্প্রতি সম্পন্ন হল তৃণা সাহার বাগদান পর্ব
  • বিয়ের আর মাত্র কয়েকদিন
  • তার আগেই প্রেমকাহিনির বড় রহস্য ফাঁস করলেন তৃণা
  • 'তৃণীল'র ভালবাসার সিক্রেট এল প্রকাশ্যে

বাংলা টেলিজগতের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তাঁদের সম্পর্ক দীর্ঘ বহু বছরের। অভিনয় ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগেই তাঁদের বন্ধুত্ব ছিল। একই ফ্রেন্ডস গ্রুপের সদস্য তাঁরা। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেমালাপ শুরু। সেই সম্পর্ক অভিনয় জগতে আসার পরও টিকিয়ে রেখেছেন তাঁরা। দীর্ঘ কয়েক বছরের লিভ ইনের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগামী ৪ ফেব্রুয়ারি বিয়ে তাঁদের। তার আগে থেকেই শুরু জোরদার প্রস্তুতি। 

আইবুড়ো ভাতের পর্ব, ব্যাচেলার ও ব্যাচেলারেট পর্বও সেরে ফেলেছেন নীল ও তৃণা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমকাহিনি প্রকাশ্যে আনলেন তৃণা। দশবছরের সুদীর্ঘ সফর কীভাবে তৈরি করলেন তাঁরা। বেস্ট ফ্রেন্ডস থেকে প্রেমিক-প্রেমিকাষ সেখান থেকেই এবার স্বামী স্ত্রীর সম্পর্কে বাঁধতে চলেছে নীল ও তৃণা। নীল রঙের লেহেঙ্গায় তৃণা এবং শেরওয়ানিতে নীল। এই ছবি পোস্ট করেছেন তৃণা। খোলসা করেছেন তাঁদের অটুট সম্পর্কের রহস্য। 

Latest Videos

আরও পড়ুনঃআলুথালু বেশে মনামীর জাদু, এক ঝলকে মাথায় হাত আট থেকে আশির

'বেস্ট ফ্রেন্ডস থেকে সবসময় একসঙ্গে থাকা। দুষ্টুমিতে হাতে হাত মেলানো। জীবনের কঠিনতম সময় তমায় পেয়েছি সঙ্গে। এমন কোনও অনুভীতি নেই যা আমরা একসঙ্গে অনুভব করিনি। অবশেষে এক হতে চলেছি স্বামী স্ত্রী হিসেবে। আমার দিকে তাকালে তোমার এই উজ্জ্বল হাসিটা সবসময় দেখতে পাই। আর এটাই আমায় সবচেয়ে বেশি আনন্দ দেয়।' ধীরে ধীরে নিজের বিয়ের নানা অনুষ্ঠানের সাজ গোজ সোশ্যাল মিডিয়ায় মেলে ধরছেন হবু মিসেস ভট্টাচার্য। তৃণা এবং নীলের জনপ্রিয়তা কোনও অংশে কোনও টলিউড অভিনেতা, অভিনেত্রীদের চেয়ে কম নয়। 

Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ