Uma Episode: আলিয়ার হাতে আংটি ছোট, বিয়ে নিয়ে কোন আভাস পেল অভির পরিবার

Published : Dec 23, 2021, 01:23 PM IST
Uma Episode: আলিয়ার হাতে আংটি ছোট, বিয়ে নিয়ে কোন আভাস পেল অভির পরিবার

সংক্ষিপ্ত

এককথায় বলতে গেলে জোর করে করানো হচ্ছে এঙ্গেজমেন্ট, আলিয়ার আঙুলে ছোট আংটি, কোন ইঙ্গিত পেল অভির পরিবার!

বাড়ির বউ হতে চলেছে উমা, সেই ইঙ্গিতই কি পেল এবার পরিবার, না, স্পষ্ট সেই ধারনা না তৈরি হলেও আলিয়াকে নিয়ে যে কোনও অলক্ষণ হতে পারে তা কিছুটা হলেও বোধা গেল বাগদানের দিন। আংটি বদলের সময় দেখা গেল অভির বাড়ির পক্ষ থেকে মাপ দিয়ে তৈরি করা আংটি আলিয়ার হাতে ছোট। তা দেখা মাত্রই চমকে ওঠে আলিয়া। এদিকে অনেকেই তাঁকে পরামর্শ দিয়ে বসে যে অন্য আঙুলে আংটি পরে নিতে, কিন্তু সেই আঙুলের সহগেই রয়েছে এঙ্গেজেন্ট রিং-এর সম্পর্ক। রয়েছে হৃদয়ের সম্পর্ক, তবে কি অভির হৃদয়ে অন্য কেউ! 

ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা। ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। এরপরের পথ চলাটা ছিল বেশ কঠিন, দিদির বিয়ে দেওয়া বাড়িতে সংসারের দায়িত্ব এছাড়াও নিজের দায়িত্ব সবটা বুঝে  নিয়ে কোথাও গিয়ে যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে যায়।  এমনই সময় আলিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। সেখান থেকেই একটা চাকরি পাওয়ার আশায় শুরু হয় নতুন পথ চলা, এখানে এসে বন্ধুর মত পাশে পাওয়া অভিকে, যাকে মনেপ্রাণে ভলোবাসে আলিয়া। 

যদিও আলিয়াকে সেই চোখে দেখে না অভি। আলিয়ার উমাকে দিয়ে ম্যাচ খেলানোর পর আলিয়ার প্রতি সবরকম বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে অভির। অন্যদিকে দিন দিন উমার সঙ্গে বেড়ে চলেছে তার বন্ধুত্ব। আলিয়াকে বিয়ে করতে রাজি নয় অভি। তারই মাঝে হাজির উমা। তবে কি এবার উমার গলাতেই মালা দেবে অভি! এরই মাঝে উমার দিদি সবার বিয়ে নিয়ে শুরু হয় নতুন চাঞ্চল্যকর পর্ব। বরের রয়েছে আগের পক্ষের বউ, তা ফাঁস করার পরই তড়িঘড়ি বিয়ে ভাঙতে উদ্ধত হয়ে পড়ে অভি। এরপরই সোমার জীবনে আসে নতুন মোড়। গল্পের গতি যখন একদিকে এই পথে এগোচ্ছে, তখনই কলকাতার বাড়িতে অভির মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরই শুরু হয় অভির বিয়ে চর্চা। 

 

 

জি বাংলায় (Zee Bangla) বেশ কিছুদিন ধরেই টিআরপি (TRP) প্রথম পাঁচে নিজেদের ধরে রেখেছে উমা (Uma)। এই ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই একের পর এক চমক সকলের নজর আটকে। তবে এরই পেছনে ঠিক কীভাবে চলছে শ্যুটিং, তা ঘিরে এবার নয়া ঝড়। শ্যুটিং সেটে উমার সঙ্গে অভির সম্পর্ক বেশ মজার। ধারাবাহিকে এখন উত্তেজনা চরমে। শুরু হয় আলিয়ার বদলে উমার (Uma) ক্রিকেট গ্রাউন্ডে খেলা থেকে। আলিয়ার কোমরে চোট, তাই তার বদলে ক্রিকেট গ্রাউন্ডে নেবে সকলের নজর কেড়েছিলেন ছদ্মবেশে উমা। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা