একগুচ্ছ গোলাপ-টেডি পেলেন শ্রীলেখা, ভ্যালেন্টাইন্স ডে-তে অচেনা প্রেমিকের থেকে আর কী কী পেলেন নায়িকা

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র   (Sreelekha Mitra)  । যেখানে দেখা যাচ্ছে, লাল-গোলাপি ফুলের বোক, সফট টয়, আর কার্ড।  ভ্যালেন্টাইন্স দিবসের দিন  (Valentines Day) এই ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, বেনামী প্রেমিকের থেকে পেয়েছি, কী করে বুঝব কে পাঠিয়েছে, আমি কিংকর্তব্যবিমূঢ়। শ্রীলেখার এই ভালবাসার পোস্ট দেখেই সকলেই বেশ মজা পেয়েছেন। অভিনেত্রীর এই পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। 

টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) উপর সর্বদাই নেটিজেনদের নজর আটকে থাকে। অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ। সর্বদাই ভক্তদের সঙ্গে নিজের সমস্ত কিছু শেয়ার করেন শ্রীলেখা মিত্র। এবারও তার অন্যথা হল না। ভালবাসা দিবসের দিন কেমন করে কাটাতে চান শ্রীলেখা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনিও ভক্তদের নিরাশ করেন না। ভ্যালেন্টাইন্স  দিবসে  (Valentines Day) তিনি যে কতজনের ভ্যালেন্টাইন তা হয়তো গুনে শেষ করা যাবে না। তবে তাদের মধ্যেই কেউ একজন শ্রীলেখাকে (Sreelekha Mitra) প্রেমদিবসে ভালবাসায় ভরিয়ে দিলেন। কোনও বিষয়ই গোপন রাখতে পছন্দ করেন না শ্রীলেখা। এবারও তেমনটাই করলেন। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র   (Sreelekha Mitra)  । যেখানে দেখা যাচ্ছে, লাল-গোলাপি ফুলের বোক, সফট টয়, আর কার্ড।  ভ্যালেন্টাইন্স দিবসের দিন  (Valentines Day) এই ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, বেনামী প্রেমিকের থেকে পেয়েছি, কী করে বুঝব কে পাঠিয়েছে, আমি কিংকর্তব্যবিমূঢ়। শ্রীলেখার এই ভালবাসার পোস্ট দেখেই সকলেই বেশ মজা পেয়েছেন। অভিনেত্রীর এই পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।  কেউ লিখেছেন, এরে বাহ, দারুণ তো শ্রীলেখা দি। অন্য এক নেটিজেন বলেছেন, আরে বাবা ফুল পেয়েছে সেটাকেই উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে। কেউ আবার বলেছেন, দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে, এই মন্তব্য করতেও ভোলেননি নেটিজেনরা। 

Latest Videos

 

 

আরও পড়ুন-অ্যাংজাইটি অ্যাটাক হলে কী করেন মিমি, মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট সাংসদ-অভিনেত্রী

আরও পড়ুন-পরনে স্লিপ ড্রেস, হাতে শাখা-পলা, হানিমুনে গিয়ে শরীরী নেশায় আগুন জ্বালালেন নববধূ মৌনি

আরও পড়ুন-জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, ভ্যালেন্টাইন্স ডে-তে মালাইকাকে আদুরে চুম্বনে ভরালেন অর্জুন

 

এই বয়সে এসেও যে হাজারো পুরুষের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  শ্রীলেখা মিত্র, তা এর আগেও অনেকবার প্রমাণ দিয়েছেন। এছাড়াও আগে দুমদাম প্রেমে পড়ার মতো ঘটনা ঘটেছে শ্রীলেখার। নিজেই সেজেগুজে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন 'মেয়ে পছন্দ'। তার কয়দিন পরই অভিনেত্রী জানিয়েছিলেন,একের পর এক নাকি বিয়ের প্রস্তাব পাচ্ছেন শ্রীলেখা। আর তারা সকলেই নাকি  তার বিয়ের বয়সী।  টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র  (Sreelekha Mitra) সর্বদাই যেন সকলের চেয়ে একটু হটকে। অন্যায়কে মুখ বুঝে সহ্য করা এটা তার সহজাত নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে সর্বদা দেখা গিয়েছে অভিনেত্রীকে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিয়েছেন শ্রীলেখা (Sreelekha Mitra) । অভিনেত্রী শ্রীলেখার ফ্যাশন সেন্সও তাক লাগায় ফ্যাশন বোদ্ধাদের ।  অভিনয়ের পাশাপাশি সমাজসেবা মূলক কাজ নিয়েও ব্যস্ত থাকেন অভিনেত্রী। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যা। তার প্রতিটি ছবিতেই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা।  মাঝেমধ্যেই শ্রীলেখা  (Sreelekha Mitra) নিজের  ইউটিউব চ্যানেলে নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তোলেন অভিনেত্রী।  যোগাভ্যাসের শরীরী ভঙ্গিমায় লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়। 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল