অভিনেতা সন্তু মুখোপাধ্যায় প্রয়াত

Published : Mar 11, 2020, 09:38 PM ISTUpdated : Mar 11, 2020, 09:51 PM IST
অভিনেতা সন্তু মুখোপাধ্যায় প্রয়াত

সংক্ষিপ্ত

অভিনেতা সন্তু মুখোপাধ্যায় প্রয়াত দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যানসারের ভুগছিলেন তিনি নিজের বাসস্থানে মৃত্যু হয় তাঁর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রয়াত বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। গত ৪ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কয়েকদিন আগেই বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। এদিন নিজের বাসস্থানে দক্ষিণ কলকাতার বাড়িতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যানসারের ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তীব্র শ্বাসকষ্টের জেরে এদিন সকালে ১১ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়-কে। বুধবার সন্ধ্যেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগেও ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বেশ কিছু দিন ধরেই।  তরুণ মজুমদার পরিচালিত 'সংসার সীমান্ত' ছায়াছবিতে কাজ শুরু করেছিলেন তিনি। এরপর তার অভিনয় বাঙালি দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন।

PREV
click me!

Recommended Stories

কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে? স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দেবলীনা নন্দিকে নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়া! মেয়েদের দাম্পত্য নিয়ে কী বললেন রূপাঞ্জনা, সুদীপ্তারা?