দেব নাকি 'ল্যাদখোর', এবার কী করবেন রুক্মিনী, 'কিশমিশ'-এর ট্রেলার মুক্তির আগে আরও এক চমক

২৯ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিনী জুটির পরবর্তী ছবি। সব মিলিয়ে এখন ভক্তরা শুধুই দিন গুনছেন। দেবের আগের ছবি 'টনিক' রীতিমত দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। আর এবার দেবের লক্ষ্য কিশমিশ।

এখন খুবই ব্যস্ত দেব (Dev Adhikari)। একের পর এক ছবির কাজ শেষ করছেন তিনি। কয়েকদিন আগে 'টনিক' ছবির প্রচার নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। আর সেই প্রচার শেষ করেই তিনি পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে। সেখানে বেশ কিছুদিন ছুটি কাটানোর পর এখন দেশে ফিরেছেন। কলকাতায় পা রাখতে না রাখতেই পরবর্তী ছবি 'কিশমিশ'-এর প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। আর যেখানে তিনি একটা ব্যস্ত রয়েছেন, সেখানে নিজেকেই নাকি 'ল্যাদখোর' বলছেন! এও কখনও সম্ভব! এর পিছনে ঠিক কী রহস্য রয়েছে তা দেখে নেওয়া যাক। 

শুধু রুপোলি পর্দাতেই (Tollywood) চমকই নয়, বাস্তবেও দর্শককে একেবারে চমকে দিচ্ছেন টলিপাড়ার হ্যান্ডসাম হ্যাঙ্ক দেব (Dev)। কয়েকদিন আগেই মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন। কিন্তু, ছুটি কাটিয়ে অফিসে গিয়েই তাঁর মাথা গরম হয়ে যায়। মলদ্বীপ থেকে ফিরে এসেই নিজের প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন দেব। সেখানে পৌঁছে দেখেন কেউ ঝিমোচ্ছে, আবার অনেকে অফিসেই নেই। প্রত্যেককে ডেকে জিজ্ঞেস করেন তাঁর আগামী ছবি কিশমিশের ট্রেলার কবে মুক্তি পাবে। এখনও কেন ট্রেলার তৈরির কাজ কাজ সম্পন্ন হয়নি। এদিকে ছবি মুক্তির দিন নির্দিষ্ট হয়ে গিয়েছে। এই বলে একেবারে চড়াও হন দেব। অন্যদিকে অভিনেতার এই রনচণ্ডী মূর্তি দেখে নিজের মুখের ভাষাও আর ঠিক রাখতে পারেননি পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তবে সেটা ছিল শুধুই একটা মজার ভিডিও। আসলে গোটা বিষয়টাই ছিল অভিনয়। অনুরাগীদের সঙ্গে ওইভাবেই খুনসুটি করেন তিনি। আসলে ওইভাবেই ছবির প্রচার সারেন। আসলে দেব যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখনই হঠাৎ করে সিনে এন্ট্রি নেয় সিনেমার মুখ্য চরিত্র টিনটিন থুড়ি, দেব। তখনই দেব এই গোটা ঝামেলা সৃষ্টির পিছনের রহস্যের উপর থেকে চাদর সরিয়ে বলেন, আগামী ২১ মার্চ সোমবার ঠিক রাত ৮ টায় দর্শক দরবারে আসছে কিশমিশের ট্রেলার।  

Latest Videos

আরও পড়ুন- পরিচালকের সঙ্গে হাতাহাতি দেবের, সবশেষে কোন রহস্যের সমাধান করল টিনটিন

আর এবার একেবারে নতুন পদ্ধতিতে প্রচার করতে দেখা গিয়েছে দেবকে। সেই ভিডিও পোস্ট করা ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে টিনটিন (দেব) আর রোহিনী (রুক্মিনী) নিজেদের ভ্যানিটি ভ্যান থেকে নেমে আসছেন। তারপর একসঙ্গে পাশাপাশি হাঁটছেন তাঁরা। ঠিক যেন কোনও অভিযানে চলেছেন। আর এই ভিডিওর ক্যাপশনে দেব লেখেন, 'টিনটিন অবশেষে ল্যাদ কাটিয়ে রোহিণীর সাথে "কিশমিশ" এর ট্রেলার নিয়ে আসছে আর মাত্র ১ দিন পর।' আসলে এই ভাবেই ছবির প্রচার করতে দেখা গিয়েছে দেবকে। 

আরও পড়ুন-মলদ্বীপে সেলিব্রেশন মুডে দেব-রুক্মিণী,অনাবৃত উরুতে সাগরপাড়ে উষ্ণতা বাড়ালেন টলি কুইন

 

২৯ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিনী জুটির পরবর্তী ছবি। সব মিলিয়ে এখন ভক্তরা শুধুই দিন গুনছেন। দেবের আগের ছবি 'টনিক' রীতিমত দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। আর এবার দেবের লক্ষ্য কিশমিশ। মলদ্বীপ থেকে ফিরেই তড়িঘড়ি ছবির ট্রেলার মুক্তির কাজে হাত দিলেন খোদ অভিনেতা।

আরও পড়ুন-সুডৌল স্তনযুগলকেও হার মানাচ্ছে নিতম্ব, 'সেক্সবম্ব' মালাইকার শরীরী নেশায় পুড়ে ছাই সাইবারবাসী

তবে এটাই প্রথমবার নয়, ছবির প্রচারের ক্ষেত্রে বরাবরই নতুনত্ব নিয়ে আসতে দেখা যায় দেবকে। ছবির প্রচারের জন্য তিনি এমন কিছু করেন যা দর্শকদের মনে জায়গা করে নেয়। 'ককপিট' ছবির প্রচার করেছিলেন মাঝ আকাশে। আর কিশমিশের প্রচারের জন্যও একের পর এক নতুন নতুন ভিডিও তৈরি করছেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি