Mukti's trailer: দিতিপ্রিয়া, অর্জুন, ঋত্বিক অভিনীত 'মুক্তি'র ট্রলারটি দেখুন, সিরিজ মুক্তি পাবে ২৬ জানুয়ারী

সিরিজ গল্প নিয়ে উৎসাহিত অভিনেতা অর্জুন চক্রবর্তী। তিনি বলেছেন একটি আজকের দিনেও অত্যান্ত প্রাসঙ্গিক একটি গল্প। যেখানে দেশের স্বাধীনতার পাশাপাশি যেকোনও মানুষের স্বাধীনতার গল্প তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেছেন, ছবির অভিনেতা ও অভিনেত্রীরা অত্যান্ত শক্তিশালী। যাদের সঙ্গে কাজ করে তাঁর ভালো লেগেছে। 

মুক্তি পেয়েছে 'মুক্তি'র (Mukti) ট্রেলার। সিরিজটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে (26 January Or Republic Day)। স্বাধীনতার গল্প তুলেধরা হয়েছে হয়েছে এই সিরিজে (Web Serise)। গল্পের শুরু মেদিনীপুরের একটি জেলে। যেখানের বন্দিরা ফুটবল খেলায় ব্রিটিশদের হারাতে চেয়েছিল। সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী, ঘোষ, সুদীপ সরকারের মত অভিনেতা অভিনেত্রীরা। 

সিরিজ গল্প নিয়ে উৎসাহিত অভিনেতা অর্জুন চক্রবর্তী। তিনি বলেছেন একটি আজকের দিনেও অত্যান্ত প্রাসঙ্গিক একটি গল্প। যেখানে দেশের স্বাধীনতার পাশাপাশি যেকোনও মানুষের স্বাধীনতার গল্প তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেছেন, ছবির অভিনেতা ও অভিনেত্রীরা অত্যান্ত শক্তিশালী। যাদের সঙ্গে কাজ করে তাঁর ভালো লেগেছে। 

Latest Videos

সিরিজ অভিনেত্রী  দিতিপ্রিয়া জানিয়েছেন ঋত্বিকের বিপরীতে কাজ করেছেন। তিনি ঋত্বিকের সঙ্গে কাজ করেছেন। ঋত্বিক তাঁর প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তাঁর চরিত্রটি একজন আধুনিক নারীর। যিনি সেই সময় দাঁড়িয়ে অত্যান্ত আধুনিক। জেলার স্বামীর কাজকর্ম নিয়ে ওয়াকিবহাল। জেল ও ব্রিটিশ রাজ সম্পর্কে তাঁর অনেক প্রশ্ন রয়েছে। এই চরিত্রে অভিনয় করতে পেরে তাঁর ভালো লেগেছে বলেও জানিয়েছেন দিতিপ্রিয়া।

ট্রেলার অনুযায়ী গল্পে ১৯৩১ সালের কাহিনি তুলে ধরা হয়েছে। জেলার রামকিঙ্কর রায়ে চরিত্রে রয়েছে ঋত্বিক চক্রবর্তী। তাঁর স্ত্রী দিপিপ্রিয়া। বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী  ও সুদীপ সরকার। সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছেন। তাঁরা এই সিরিজকে আলাদা একটি পর্যায় নিয়ে যেতে চান। 

ফুটবল নিয়ে বাঙালির আবেগ রয়েছে। তার ওপর রয়েছে দেশ স্বাধীনের আবেগ। তাই সিরিজ রিলিজেন জন্য ২৬ জানুয়ারি উপযুক্ত একটি দিন বলেও জানিয়েছেন দিতিপ্রিয়া ও অর্জুন। পাশাপাশি ট্রেলার ও সিরিজ দেখারও আবেদন জানিয়েছেন তারা। জিফাইভেই মুক্তি পাচ্ছে এই সিরিজ। দীর্ঘদিন পরে জিফাইভ বাংলা কনটেন্ট নিয়ে কাজ করল বলেও তাঁরা জানিয়েছেন। 

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন