মায়ের মতই হয়ে উঠছে ইউভান, শুভশ্রীর আঙুল ধরে ছেলের খেলার মুহূর্ত তুলে ধরলেন রাজ

  • মা-ঘেষা হয়েছে ছেলে
  • শুভশ্রীর আঙুল ধরে ইউভানের খেলা
  • মায়ের মতই স্বভাব-চরিত্র ফুটে উঠছে তার
  • ছবি শেয়ার করে খোলসা করলেন রাজ চক্রবর্তী

ইউভান এবং শুভশ্রীর বিভিন্ন মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই ভাইরাল হয়। এই স্টারকিড এখন তৈমুরের মতই টলিউডে সাংঘাতিক জনপ্রিয় হয়ে উঠছে। ইউভানের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি এবার রাজ চক্রবর্তী খোলসা করলেন ছেলের ব্যবহারের বিষয়। একেবারে মায়ের মতই তৈরি হচ্ছে ইউভান। এমনই জানালেন রাজ। ফের সংবাদ শিরোনামে ইউভান, রাজ, শুভশ্রী। দিন কতক আগে ভাইরাল হয়েছিলেন থ্রোব্যাক মুহূর্ত শেয়ার করে। 

যেখানে তাঁর সেই টোনড বেলির ছবি রয়েছে এক দিকে এবং অন্যদিকে তাঁর প্রেগনেন্ট বেলি। ইউভানের জন্মের পর নিজের মাতৃত্বের স্বাদ পেতে পেতেই শেয়ার করলেন এই পুরনো মুহূর্ত। সেখানেই একের পর এক টলিউডের তারকারা প্রশংসা করে গিয়েছে। ইউভান এসেছে শুভশ্রীর কোলে। মা হওয়ার পর শুভশ্রীর জীবন ভরেছে আনন্দে। মা হওয়ার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছবি আসতে চলেছে সিনেপর্দায়। হাবজি গাবজি হল ছবির নাম। ফোনের প্রতি আসক্তি নিয়ে ভিন্ন ধারায় তৈরি 'হাবজি গাবজি'। 

Latest Videos

 

 

অনলাইন গেমের প্রতি সকলের টান কমবেশি সাংঘাতিক রূপ ধারণ করে। নাওয়া, খাওয়া ভুলে মানুষজন মন দেয় সেই গেমে। কেবল নতুন প্রজন্মের উপর দোষ দেওয়াও সঠিক নয়। কারণ কমবেশি বিভিন্ন বয়সের গেমারদের আসক্তি রয়েছে এই বিষয়। তাদের নিয়ে এবার ছবি বানালেন রাজ চক্রবর্তী। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। শুভশ্রীর মা হওয়ার আগেই হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। উত্তরবঙ্গে হয়েছিল ছবির একাংশের শ্যুটিং। প্রধান চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী এবং পরমব্রতকে। সঙ্গে থাকছে সাম্যন্তক দ্যুতি মৈত্রকে।ছবির পরিচালনায় থাকছেন রাজ চক্রবর্তী। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari