আসছে 'তুফান' ,জানালেন ফারহান

Published : Sep 30, 2019, 06:39 PM ISTUpdated : Sep 30, 2019, 06:52 PM IST
আসছে 'তুফান' ,জানালেন ফারহান

সংক্ষিপ্ত

'তুফান' এবার ঝড় তুলবে , টুঁইটারে জানালেন ফারহান   'ভাগ মিলখা ভাগ' এর পর খেলা নিয়ে এটি তাঁর দ্বিতীয় ছবি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল 'তুফান' ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২ অক্টোবর


বাঙালির শারদীয়া উৎসবের প্রাক্কালে, মুক্তি পেল ফারহান আখতারের পরবর্তী ছবি 'তুফান' -এর প্রথম লুক পোস্টার।  টুঁইটারে তিনি নিজেই জানিয়েছেন যে,এবার এই ছবি ঝড় তুলবে। এদিকে সামনেই আবার তার অভিনীত ছবি 'দ্য স্কাই ইজ পিংক' এর  শুভ মুক্তি আগামী ১১ অক্টোবর।  

শুধু পরিচালনাই নয় , কখনও গান গেয়ে কখনওবা অভিনয়ের নিখুঁত অভিব্যক্তিতে সবাইকে মুগ্ধ করেছেন। তবে 'ভাগ মিলখা ভাগ' এ , মিলখা সিং-এর চরিত্রে অভিনয়ের পর  খেলা নিয়ে এটি তাঁর দ্বিতীয় ছবি। 'তুফান' ছবিতে ফারহান একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন। প্রথম লুক পোস্টারে ,তাঁকে এয়ার পাঞ্চ নিয়ে প্র্যাক্টিস করতে দেখা যাচ্ছে। এই চরিত্রের জন্যে  ফারহান আখতার নিজেকে খুব পরিশ্রমের সঙ্গে তৈরি করেছেন।'তুফান' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল।চলতি বছরের অগস্ট মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। 'তুফান' ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওম প্রকাশ মেহরা।     

 ইতিমধ্যেই তার সব ভক্তরা রীতিমতো উচ্ছসিত। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২ অক্টোবর।
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে