কিরণের হাতে হাত রেখে কী প্রতিশ্রুতি আমিরের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Jul 05, 2021, 11:43 AM IST
কিরণের হাতে হাত রেখে কী প্রতিশ্রুতি আমিরের, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

একসঙ্গে ভালোই থাকবেন দুজনে সম্পর্কে বিচ্ছেদ সংসারে নয় ভিডিও বার্তায় আমির-কিরণ কী বললেন এদিন দুই স্টার

১৫ বছরের দীর্ঘ সম্পর্ক। দ্বিতীয় বিবাহতেও ছেদ আমিরেরে। তাই ডিভোর্সের পথেই হাঁটলেন কিরণ রাও ও আমির খান। খবর প্রকাশ্যে আসা মাত্রই তা ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ায়। তবে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে তোলপাড় ভক্তমহল। এবার কি সেই ভক্তদের স্বস্তি ফেরাতেই মুখ খুললেন আমির খান! ঠিক কী ঘটে! 

আরও পড়ুন- কাল থেকে আর কেউ রানিমা বলে ডাকবে না, রাসমনির সেটে আবেগঘন দিতিপ্রিয়া

আরও পড়ুন- ১৫-তে শুরু ১৮-তেই শেষ, চার বছরের যাত্রাশেষ 'রানি রাসমণি'র, রানিমার মৃত্যুতে চোখে জল ভক্তদের

আমির খানের সঙ্গে কিরণের সম্পর্ক ধিরে মাঝে মধ্যেই একাধিক বিতর্ক সামনে আসতে দেখা যায়, তবে সেই বিতর্ক এড়িয়েই দিব্যি চলছিল বৈবাহিক জীবন। কিন্তু সেই সম্পর্কে এবার ইতিটানলেন দুজনেই। ভিডিও বার্তা শেয়ার করে এবার জানালেন দুজনেই, তাঁদের সম্পর্কে ছেদ এসেছে, তবে তাঁরা এক সঙ্গেই থাকবেন। পরিবার সন্তানদের জন্য। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তাঁদের মধ্যে। 

 

 

এখানেই শেষ নয়, পাশাপাশি এদিন আমির খান কিরণের হাত ধরে জানালেন, সব ঠিকই আছে। তাঁদের সংস্থা পানি-র প্রতিও তাঁদের যৌথ দ্বায়িত্ব থাকবে। দুজনের মুখেই এদিন ধরা দিল এক গাল হাসি। তাঁদের মধ্যে ভবিষ্যতেও থাকবে সুসম্পর্ক, তেমনটাই জানান দুজনে। যদিও এই ভিডিও নিয়েও এখন বিতর্ক তুঙ্গে। কেবল ভক্তদের তুষ্ট করতেই কি এই ভিডিও, না কি আমির খানের জীবনে দেখা দিয়েছে অন্য প্রেমের গল্প। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?