ট্যাটু আঁকা শিখছেন আমির কন্যা, ভিডিও পোস্ট হতেই ধর্ম নিয়ে কটাক্ষের মুখে ইরা

Published : Oct 12, 2020, 12:58 PM IST
ট্যাটু আঁকা শিখছেন আমির কন্যা, ভিডিও পোস্ট হতেই ধর্ম নিয়ে কটাক্ষের মুখে ইরা

সংক্ষিপ্ত

আবারও বিতর্কের মুখে আমির কন্যা ইরা ট্যাটু বানিয়ে মুহূর্তে হয়ে উঠেছিলেন ভাইরাল মুসলিম ধর্ম ঘিরে তোপের শিকার ইরা  একাংশ আবার তাঁর গুণের প্রসংশা করলেন 

বলিউডে বর্তমানে স্টার কিডদের ভিড়। এরই মাঝে ঝড় তুললেন ইরা খান। আমির খানের কন্যা, তবে না, বলিউড ডেবিউ নয়। অন্য এক প্রফেশনেই যাওয়ার ইচ্ছে তাঁর। নিজের ক্ষমতা কতটা, তা দেখিয়েও দিলেন সকলকে। মুহূর্তে তাক লাগল দর্শকদের। কিন্তু একদিকে যেমন প্রসংশা কুড়োলেন ইরা, ঠিক তেমনই আবার কড়া সমালোচনার মুখে পড়ে কটাক্ষের শিকার হলেন তিনি। ঠিক কী জীবিকায় মন দিয়েছেন এখন আমির কন্যা!

টিনেজ হোক বা বোল্ড লুক, ট্যাটু এখন হট টপিক। আর সেই ট্যাটু এঁকেই নজর কাড়লেন ইরা। নিজে শিখছেন ট্যাটু বানানো। প্রথম ট্যাটু আঁকলেন তাঁর মাস্টারের হাতেই। সেই ভিডিও শেয়ার করতেই বিপত্ত। ইরা লিখলেন, তিনি ট্যাটু বানানো শিখছেন। এবং তাকে তা বিকল্প জীবিকা হিসেবে গ্রহণ করতে চান। লকডাউনে এই বিষয়ই মন দিয়েছিল আমির কন্যা। লকডাউন শেষ হতেই নিউ নর্মালে ভাইরাল হয়ে উঠলেন আমির কন্যা। 

 

 

তবে তিনি মুসলিম ধর্মের হয়ে কীভাবে তিনি ট্যাটু আঁকছেন। ভাইরাল হয়ে উঠল কমেন্ট বক্স। যদিও এই প্রথম নয়, এর আগে একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। কখনও পোশাক বিতর্ক, কখনও সম্পর্ক ঘিরে। এবার ট্াটু নিয়ে আমির কন্যার পোস্ট আবারও তাঁকে নিয়ে এলো খবরের শিরোনামে। 

PREV
click me!

Recommended Stories

আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর
Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা