উইকেণ্ড স্পেশাল ডাইন আউটে আরাধ্যার সঙ্গে অ্যাশ-অভি,ফ্রেমবন্দী হ্যাপি ফ্যামিলি

শনিবার সন্ধ্যায় বান্দ্রার এক রেস্তোরার বাইরে পাপারাতজিদের ক্য়ামেরাবন্দী হল হ্যাপি বচ্চন ফ্যামিলি। ডিনার ডেটের বেশ অনেকগুলো ছবি ভাইরাল হয়েছ নেটমাধ্যমে। এই ছবির মধ্যেও ধরা পড়েছে অ্যাশের সেই মাতৃত্বের চেনা চিত্র। রেস্তোরার বাইরে এইদিনও মেয়ের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন রাই সুন্দরী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মেয়ের হত ধরে অ্যাশের দিকে এগিয়ে  যাচ্ছেন জুনিয়র বি। রেস্তোরার সামনে গাড়ির ভিরত থেকেই পাপারাতদিদের দিকে তাকিয়ে হালকা হেসে হাত নেড়েছেন বলিউড নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন। 
 

পেজ থ্রি-র খবর প্রায়ই উঠে আসে বলিতারকাদের ডিনার ডেটের স্পেশাল মোমেন্ট। অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চনও এর ব্যতক্রম নন। শনিবার উইকেন্ড স্পেশাল ডাইন আউটে মুম্বইয়ের এক রেস্তোরাতে গেলেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। সঙ্গে ছিলে তাঁদের একমাত্র আরাধ্যা। অভিষেক হোক বা রাই সুন্দরী, তাঁদের কোয়ালিটি ফ্যামিলি টাইমের ছবি বিভিন্ন সময় ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেক সময় তো মেয়ে আরাধ্যার প্রতি অভিষেক ঘরণীর অতিরিক্ত কেয়ারিং ইমেজ পাপারাতজিদের লেন্স বন্দী হলে নেটদুনিয়ায় হাসির খোরাক হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এই সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে স্বামী-সন্তান নিয়ে বহাল তবিয়তে আপনছন্দে জীবন কাটাতেই ভালবাসেন ঐশ্বর্য রাই বচ্চন। শনিবার উইকেন্ড ডিনার ডেটেও ধরা পরল সেই চেনা চিত্র। শনিবার সন্ধ্যায় বান্দ্রার এক রেস্তোরার বাইরে পাপারাতজিদের ক্য়ামেরাবন্দী হল হ্যাপি বচ্চন ফ্যামিলি। 

শনিবার সন্ধ্যায় বচ্চন পরিবারের ডিনার ডেটের বেশ অনেকগুলো ছবি ভাইরাল হয়েছ নেটমাধ্যমে। এই ছবির মধ্যেও ধরা পড়েছে অ্যাশের সেই মাতৃত্বের চেনা চিত্র। রেস্তোরার বাইরে এইদিনও মেয়ের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন রাই সুন্দরী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মেয়ের হত ধরে অ্যাশের দিকে এগিয়ে  যাচ্ছেন জুনিয়র বি। রেস্তোরার সামনে গাড়ির ভিরত থেকেই পাপারাতদিদের দিকে তাকিয়ে হালকা হেসে হাত নেড়েছেন বলিউড নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন। ক্যাসুয়ল কিন্তু স্টাইলিশ স্ট্রিপড ডার্ক ব্লু শার্টের  সঙ্গে ডেনিম কালারের প্যান্টেও সমান গর্জিয়াস রুপোলি পর্দার এই নায়িকা। সেই সঙ্গে পাপারাতজিদের ক্যামেরাবন্দী হয়েছে অ্যাশের সাদা হাই হিলস। একদিকে যখন পাপারাতদিজের ক্যামেরায় অ্যাশের আপাদ মস্তক ধরা পড়েছে তখন অন্যদিকে বাদ যায়নি দশভি নায়কের আউটফিটও। অভিষেককেও দেখা দেখা গেল একেবরে ক্যাসুয়ল লুকে। প্রিন্টেড সোয়েট শার্টের সঙ্গে ফেডেড জিন্সে বেশ হ্যান্ডসাম লাগছিল ধুম তারকাকে। মা-বাবার পর এবার আসা যাক মেয়ের কথায়। নীল টপ আর ব্লু ডেনিম জিন্সে মিষ্টি লাগছিল লিটল প্রিন্সেসকে। 

Latest Videos

রুপোলি দুনিয়ার তারকাদের  ওপর সর্বদাই পাপারাতজিদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট থাকে। তাঁদের প্রতিটি মুহুর্তই ক্যামেরাবন্দী করতে মুখিয়ে থাকেন তাঁরা। আর বচ্চন ফ্যামিলির মত মুম্বই শহরের হাইভোলটেজ ফ্যামিলির দিকে তাঁদের লেন্স যে নজর কারবে সে কথা বলার অবকাশই রাখে না। সম্প্রতি অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছেন বেটারহাফ অ্যাশ কীভাবে তাঁকে নেগেটিভ ট্রোলের সঙ্গে মোকাবিলা করতে শিখিয়েছেন। অন্যদিকে আগামি ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে অভিষেক অভিনীত দশভি। ইতিমধ্যেই সংসদের সতীর্থদের জন্য ছেলের আগামি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন তাঁর মা জয়া বচ্চন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia