বলি অভিনেতা পূরব কোহলি। মারণ রোগের থাবা বসিয়েছিল তার পুরো পরিবারে। অভিনেতা নিজে, দুই সন্তান এবং স্ত্রী সকলকেই কাবু করেছিল এই করোনা ভাইরাস। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেতা। খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলেই চিন্তিত হয়ে পড়েছিল। কবে এই মারণ ভাইরাসের থাবা থেকে মুক্তি পাবেন অভিনেতা এভং স্বপরিবার তারই দিন গুনছিল সকলে। অবশেষ মিলল মুক্তি।
আরও পড়ুন-এবারের নিশানায় 'বাণিজ্যনগরী', করোনা রুখতে সিল করা হচ্ছে একাধিক তারকাদের আবাসন... সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খুশির খবর সকলকে জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এই খুশির খবরটা নিজেই দিয়েছেন সকলকে। বর্তমানে তার স্ত্রী ও দুই সন্তান সকলেই ভাল রয়েছেন। অভিনেতা জানিয়েছেন, 'যারা আমাদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদেই আমরা সকলে এই কঠিন লড়াই জিততে পেরেছি। বর্তমানে ভগবানের আশীর্বাদে এখন আমরা সুস্থ। চিকিৎসকও বলে দিয়েছেন আমি এবং আমার গোটা পরিবার এখন সুস্থ আছি।'
বর্তমানে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আতঙ্কের আর এক নাম করোনা। ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশ
নে যাচ্ছেন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। কিন্তু একের পর এক জায়গায় মারণ রোগের থাবা যেন ক্রমশ বেড়েই চলেছে। বলিউড বাদ পড়ছে না সেই তালিকা থেকে। এই পরিস্থিতিতে মারণ রোগের শিকার হয়ে অভিনেতা সকলকে জানিয়েছেন, ' এই পরিস্থিতিতে ঘরে থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও এটা খুব কঠিন ঠিকই। তবে করোনার মতো মহামারী থেকে বাঁচতে লাগাম টানা খুবই দরকার। এই সময় আমাদের শরীরকে বিশ্রাম দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা সবার আগে দরকার। ঈশ্বরের আশীর্বাদে আপনারা যেন করোনার থাবা থেকে দূরে থাকতে পারেন। এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই আসল অস্ত্র।' এছাড়া এই পরিস্থিতিতে যে সমস্ত চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করছেন তাদের সকলকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৬ , তুবও পরিস্থিতি উদ্বেগের নয় আশ্বাসবাণী বিশেষজ্ঞদের... আরও পড়ুন-করোনাভাইরাস LIVE, পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী, লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন কেজ...আরও পড়ুন-সুস্থ হয়েও মিলছে না রেহাই, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণের শিকার ৯১ জন আক্রান্ত...