
করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। এই আতঙ্কের মধ্যেই আবার প্রাকৃতিক দুর্যোগ। একের পর এক সঙ্কটের মুখে পড়েছে ভারত। সম্প্রতি কয়েকদিন আগে আমফানের দাপটে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। এরই মধ্যে উত্তরাখন্ডে দাবানল, অসমে বন্যা মহাপ্রলয় যেন একসঙ্গে শুরু হয়েছে। অসমের এই বন্যায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। এই দুর্যোগের পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন অসমের মেয়ে দেবলীনা ভট্টাচার্য।
আরও পড়ুন-দূরদর্শনের পর এবার বাংলায় সম্প্রচারিত হবে 'রামায়ণ', জেনে নিন সময়সূচী...
বাঙালি অভিনেত্রী রাজ্যের ত্রাণ তহবিলে ৭৩ হাজার টাকা দান করেছেন। দেবলীনা নিজের টুইটারেই এই খবর প্রকাশ্যে এনেছেন। যদিও দেবলীনার এক অনুরাগীর স্ক্রিনশটই শেয়ার করেছেন অভিনেত্রী। অসমের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, 'অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৩ হাজার টাকা দিলাম। আগামী দিনে আরও অনেকেই সরকারের সাহায্যে এগিয়ে আসবেন।'দেখে নিন পোস্টটি।
একদিকে করোনার আতঙ্ক তার উপরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি কয়েকদিন আগেই করোনার কড়াল থাবা গ্রাস করেছিল অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে। বিগবস খ্যাত অভিনেত্রীর রাঁধুনির শরীরে মিলেছিল করোনা ভাইরাস। যার ফলে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী। রাঁধুনির শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে চলে গেছিলেন অভিনেত্রী। দেবলিনা নিজেই সে কথা প্রকাশ্যে এনেছিলেন। বর্তমানে মুম্বাইতে একাই থাকেন দেবলিনা। তার পুরো পরিবার থাকেন অসমে। তবে লকডাউনের কারণে নিজের বাড়িও যেতে পারেননি অভিনেত্রী তাই মুম্বইতেই আটকে রয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।