অজয় ও রুদ্রনীল এক ফ্রেমে, ময়দান ছবিতে ফুটবল খেলবে এবার বলিউড- টলিউড

  • ফুটবল খেলা নিয়েই তৈরী হচ্ছে পরবর্তী ছবি 'ময়দান'
  • নভেম্বরের মাঝামাঝি ১০দিন মত শ্যুটিং হবে কলকাতায়।
  • ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন
  • গুরুত্বপুর্ন  ভূমিকায়  অভিনয় করবেন, রুদ্রনীল ঘোষ 
     


সব খেলারই সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবল খেলা নিয়েই তৈরী হবে অমিত রবীন্দ্র নাথ শর্মার পরবর্তী ছবি 'ময়দান'। যেখানে এবার বলিউড ও  টলিউড এক হয়ে যাবে ।  অজয় দেবগন ভারতীয় ফুটবল কোচ এবং ম্য়ানেজার সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে। তাই যখন ফুটবল খেলা নিয়ে  ছবি হচ্ছে, সেখানে কোনোও বাঙালি অভিনয় করবে না তাতো হয়না। তাই আরো বড় সুখবরটি হল, এই ছবিতে গুরুত্বপুর্ন অভিনয় করবেন, রুদ্রনীল ঘোষ এবং দক্ষিণ ভারতীয়
অভিনেত্রী কিরথি সুরেশ। 

১৯৫২-১৯৬২ সালে এসএ রহিমের পরিচালনায় ভারতীয় ফুটবল দল কীভাবে দেশে গৌরব অর্জন করেছিল তার উপর ভিত্তি করে  'ময়দান' ছবিটি তৈরি করা হচ্ছে। 
এই ছবির শ্যুটিং সংক্রান্ত কাজে 'ময়দান' ছবির টিম এই মাসের শেষের দিকে কলকাতা আসছে। নভেম্বরের মাঝামাঝি ১০দিন মত শ্যুটিং হবে কলকাতায়। অজয় দেবগণ ও রুদ্রনীল দুজনেই থাকবেন শ্যুটিংয়ে। । শহরের একটি স্টেডিয়াম আর জেলার কিছু লোকেশনে শ্যুটিং হবে । এই ছবিতে  অমর্ত্য আর আরিয়ানকেও দেখা যাবে ।

Latest Videos

যাই হোক, সবার নজর এখন 'বধাই হো' এর পরিচালক অমিত রবীন্দ্র নাথ শর্মার দিকে। সব ফুটবল প্রেমীরাই  এখন অপেক্ষায়। 'ময়দান' ছবিটি মুক্তি  পাবে ২০২০ সালের দিকে। 


 

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News