মিলছে না বেড, সমস্যা মেটাতে কোভিড আই সি ইউ তৈরির জন্য ১ কোটি টাকা সাহায্য অজয়ের

  • করোনা কালে এবার সহায় অজয়
  • এগিয়ে এলেন সাধ্য় মত সাহায্য নিয়ে 
  • কোভিড এইসিইউ তৈরি করতে ১ কোটির সাহায্য
  • প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া 

বি-টাউনের ক্রমেই থাবা বসাচ্ছে করোনা। একের পর এক তারকাকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে এই মারণ রোগে। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে প্রত্যহ সাড়ে তিন লাখ। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর চেহারা ধরা পড়ছে মহারাষ্ট্রে। সেখানে কেবলমাত্র মুম্বাইতেই ঘরে 4000 করে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারকারা।

আরও পড়ুন- করোনার কবলে এবার পরিচালক কৌশিক গঙ্গোাধ্যায়, বাড়িতেই হলেন কোয়ারেন্টাইন

Latest Videos

কোথাও মিলছে ভ্যানিটি ভ্যান, যা  কর্মরত পুলিশ দের সেবায় বর্তমানে নিয়োজিত। অন্যদিকে সোনু সুদ, গত এক বছর ধরে পাল্লা দিয়ে সাহায্য করে চলেছেন সাধারণ মানুষকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি সালমান খান। তিনি স্বাস্থ্য কর্মীদের জন্য ব্যবস্থা করেছেন খাবারের। খাবার নিজের চেখে তবেই তা সরবরাহ করছেন তিনি। আগামী পনেরই মে পর্যন্ত চলবে এই পরিষেবা। এমনই সময় মিলছেনা অক্সিজেন মিলছেনা বেড, চতুর্দিকে হাহাকার পরিস্থিতি।

 

 

তাই সমস্যা থেকে পিছিয়ে থাকলেন না অজয় দেবগন। আই সি ইউ করোনা ওয়ার্ড বানাতে অনুদান দিলেন এক কোটি টাকা। এই টাকায় তৈরি করা হবে বিশেষ ওয়ার্ড। মানুষ যেন বিনা চিকিৎসায় না মারা যায়, সেই দিকেই লক্ষ্য স্থির করে রেখেছেন সেলিব্রিটির একাংশ। আর অন্য অংশ কেবলই ব্যস্ত ভ্রমণে। রীতিমত তাঁরা হচ্ছেন ট্রোলের শিকার। 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র