বিয়ে করতে চলেছেন ঐশ্বর্যকে, কেন অজয়কে সবার আগে জানিয়েছিলেন অভিষেক

Published : Apr 02, 2020, 03:59 PM ISTUpdated : Apr 02, 2020, 04:03 PM IST
বিয়ে করতে চলেছেন ঐশ্বর্যকে, কেন অজয়কে সবার আগে জানিয়েছিলেন অভিষেক

সংক্ষিপ্ত

বলিউডে পা রাখার পরই তিক্ত অভিজ্ঞতার শিকার  অজয়কে নিয়ে একাধিক প্রশ্ন ছিল পরিচালকদের মনে তবে ঐশ্বর্য-অভিষেকের ভালো বন্ধু ছিলেন অমিতাভ  অমিতাভ দেখা মাত্রই জানিয়েছিলেন বলিউডের কালো ঘোড়া 

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল অজয় দেবগণকে। অনেকেই মনে করতেন যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। অনেক পরিচালক তাঁকে ছবি দিতেও রাজি ছিলেন না। এমন সময় হাতে এসে বেশ কয়েকটি ছবি। প্রথম কাজলের সঙ্গে অভিনীত ছবি হালচাল। সেই ছবিতে কাজ প্রথমে পছন্দই করতেন না অজয়কে। পরিবর্তীতে বদলে ছিলেন অজয়ের প্রতি তাঁর অনুভুতি। 

আরও পড়ুন-করোনা মোকাবিলায় নয়া চ্যালেঞ্জ দীপিকার, ভিডিও পোস্টে দিলেন বার্তা

বন্ধু ভাগ্যও খানিকটা অজয়ের একই রকম। হাম দিল দে চুকে সনম ছবির স্যুটিং-এর সময় সলমন খান-ঐশ্বর্য একে অন্যের প্রেমে পাগল। ফলে দুজনেই সেটে খুব একটা কথা বলতেন না অজয়ের সঙ্গে। অজয়ও চুপ থাকতেন। যদিও এই ছবির মধ্যে দিয়েই নিজের সেরাটা উপহার দিয়েছিলেন তারকা। আজও এই ছবির অভিনয় অজয়ের কাছে এক সম্পদ। 

আরও পড়ুন-ঘরে থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ে ঋতাভরী, জানালেন মন ভালো রাখার উপায়

তবে সেই সমীকরণ বেশি দিন লাগেনি পাল্টাতে। কয়েকদিনের মধ্যেই ঐশ্বর্য অজয়ের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাঁদের মধ্যে এত গভীরতা তৈরি হয় যে অভিষেক প্রথম সম্পর্কের কথা জানান অজয়কেই। ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের বিয়ের খবরও প্রথম অভিষেক ফোন করে অজয় দেবগণকে দিয়েছিলেন। এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও চিরই ধরেনি। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?