অভিনেতা এজাজ খান সংবাদ শিরোনামে বারে বারে নিজের অসঙ্গত আচরণ এবং কুমন্তব্যের কারণে উঠে আসেন। এবারেও তার অন্যথা হল না। মুসলিমদের হয়ে কথা বলতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেতা। খার পুলিশের হাতে গ্রেফতার হলেন এজাজ। ফেসবুকে তিনি প্রশ্ন তুলেছিলেন, প্রত্যেকটি দুর্ঘটনার জন্য কেন প্রতিবার মুসলিমকে দায়ী করা হয়।
আরও পড়ুনঃদশ বছরের সম্পর্ক, অন্যের চুমুতে মেতেই বিচ্ছেদের মুখে বিপাশা-জন
এই প্রশ্ন বদলে গিয়েছিল হেট স্পিচে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। হিংসা ছড়িয়ে দেওয়ার কারণে গ্রেফতার হয়েছেন তিনি। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ১৫৩এ (সাম্প্রদায়িক প্রতিহিংসা ছড়ানো), ১২১ (ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করা), ১১৭, ১৮৮, ৫০১, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে এজাজের বিরুদ্ধে। তাঁকে প্রথমে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হলেও পরে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃজ্যাকলিন থেকে ক্যাট, নারীবেষ্টিত সলমনের জীবন, এই কারণেই কি বিয়ে করলেন না সল্লু
তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন, একটা পিঁপড়ে মরলে মুসলিমদের দায়ী করা হয়। দিল্লিতে ভূমিকম্প হলেও মুসলিমদের দায়ী করা হয়। প্রতিটি দুর্ঘটনার জন্য মুসলিমদের দায়ী করা হয়। কিন্তু কেউ এটা ভাবে না যে এই চক্রান্তের পিছনে আসলে কে দায়ী।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস