আলিয়ার কুষ্ঠিতে দোষ, রণবীরের সঙ্গে এ বছর বিয়ে হলে ঘটতে পারে সাংঘাতিক অঘটন

Published : Apr 08, 2020, 12:52 AM IST
আলিয়ার কুষ্ঠিতে দোষ, রণবীরের সঙ্গে এ বছর বিয়ে হলে ঘটতে পারে সাংঘাতিক অঘটন

সংক্ষিপ্ত

রণবীর-আলিয়ার বিয়ের খবরে শোরগোল নেটদুনিয়ায়। এ বছরের শেষেই বিয়ে সারছেন আলিয়া-রণবীর। তবে আলিয়ার কুষ্ঠিতে দোষ দেখা দিতেই পিছিয়ে গেল বিয়ের তারিখ।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর। অ্যালেজেড এই জুটিকে নিয়ে নিত্য নতুন খবর আসতেই থাকে। এ বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া। এই সুখবরের দিন কতক যেতে না যেতে বাজ পড়ল কাপুর ও ভাট পরিবারে। জ্যোতিষি আচার্য বিনোদ কুমারের কথায়, আলিয়ার কুষ্ঠিতে দোষ আছে। যার কারণে এই বছর বিয়ে করলে আলিয় ও রণবীরের মধ্যে মনোমালিন্যতা, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এই কারণেই বিয়ে পিছবার কথা ভাবছে দুই পরিবার।

আরও পড়ুনঃফের বলিউডে করোনার কোপ, পরিবার সহ আক্রান্ত রক অন ছবির নায়ক

আরও পড়ুনঃবিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

প্রসঙ্গত, বলিউডের ক্যাসানোভা রণবীর কাপুর। দীপিকা পাডুকোনের সঙ্গে বিচ্ছেদের পর এই ক্যাসানোভা শব্দটি বসে গিয়েছে তাঁর নামের পাশে। দীপিকার পর, ক্যাটরিনা, তারপর নার্গিস, মাঝে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। নারীবেষ্টিত রণবীরের ঝুঁকেছিলেন আলিয়া ভাটের দিকে। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে শুরু হয় তাঁদের প্রেমালাপ। দীর্ঘ দু'বছর ডেট করার পরই বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা। 

আরও পড়ুনঃলকডাউনের মাঝেই হ্যান্ডসাম রাধুনিকে খোঁজ পেলেন শুভশ্রী, পোস্ট করলেন ছবি

লকডাউনের কারণে লিভ ইন করা শুরু করেছেন আলিয়া-রণবীর। মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে একসঙ্গে ঢুকতে দেখা যায় তাঁদের। সূত্রের খবর, আর পাঁচ জন সেলেব্রিটিদের মতই ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করেছিলেন তাঁরা। তবে করোনা আউটব্রেকের কারণে বদল ঘটেছে প্ল্যানে। মুম্বইতেই গাটছড়া বাঁধার কথা সেলেবজুটি। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বিয়ের নানা অনুষ্ঠান। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?