ঘোড়ায় চড়েই আলিয়াকে বিয়ে করতে আসবেন রণবীর, চূড়া-পাগড়ি অনুষ্ঠানের পরই শুরু হবে বিবাহ পর্ব

Published : Apr 14, 2022, 10:02 AM ISTUpdated : Apr 15, 2022, 08:42 AM IST
ঘোড়ায় চড়েই আলিয়াকে বিয়ে করতে আসবেন রণবীর, চূড়া-পাগড়ি অনুষ্ঠানের পরই শুরু হবে বিবাহ পর্ব

সংক্ষিপ্ত

১৪ এপ্রিল, বৃহস্পতিবার সারাজীবনের মতো একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে ঘোরার আগে বেশ কিছু রিচুয়্যাল পালন করতে হবে।  বিবাহ সংক্রান্ত একাধিক আচারও শুরু হয়ে গেছে  ইতিমধ্যেই। এরপরই চূড়া ও পাগড়ি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারপর ঘোড়ায় চড়ে  বিয়ের মন্ডপে হাজির হবেন। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২ টো ৫০ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অ্যাপার্টেমেন্টে বিয়ে করতে পৌঁছবেন রণবীর কাপুর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। 

বহু প্রতীক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। গতকাল থেকেই শুরু হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে।  কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। বিয়ের তারিখ নিয়ে জল্পনার শেষ নেই। সূত্র বলছে ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। আজ সেই বিশেষ দিন,আজই গাটছড়া বাঁধতে চলেছেন বলিউডের হট কাপলস। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই।  ইতিমধ্যেই বিয়ের কিছু আচার-নিয়মও প্রকাশ্যে এসেছে।

১৪ এপ্রিল, বৃহস্পতিবার সারাজীবনের মতো একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে ঘোরার আগে বেশ কিছু রিচুয়্যাল পালন করতে হবে।  বিবাহ সংক্রান্ত একাধিক আচারও শুরু হয়ে গেছে  ইতিমধ্যেই। এরপরই চূড়া ও পাগড়ি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারপর ঘোড়ায় চড়ে  বিয়ের মন্ডপে হাজির হবেন। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২ টো ৫০ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অ্যাপার্টেমেন্টে বিয়ে করতে পৌঁছবেন রণবীর কাপুর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। 

আরও পড়ুন-ঠিকরে বেরোচ্ছে গ্লো, গর্জিয়াস লেহেঙ্গায় রণবীরের বিয়েতে ঋদ্ধিমা-করিনাকে ছাপিয়ে গেলেন নীতু কাপুর

আরও পড়ুন-হাতে মাত্র কয়েকঘন্টা, কোথায়-কখন হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

আরও পড়ুন-কেমন হল রণবীর-আলিয়া মেহেন্দির অনুষ্ঠান, নীতু-ঋদ্ধিমা নাকি সোনি-পূজা, কে দিলেন কাকে টেক্কা

বিয়ের প্রস্তুতি একেবার তুঙ্গে। যদি কাপুর পরিবারের কেউই এখনও পর্যন্ত বিয়ের তারিখ নির্ধারণ করেননি।  ইতিমধ্যেই মেহেন্দি অনুষ্ঠানে নজর কেড়েছেন কাপুর পরিবার ও ভাট পরিবারের সদস্যরা। এছাড়াও রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠ ব্যক্তিদেরও দেখা গেছে।  রণবীরের বান্দ্রার বাস্তু-র সম্ভবত সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি নিয়েই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান। মূলত দুই পরিবারের কাছের পরিজন ও বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২-৩ টের মধ্যে রওনাল দেবে আলিয়ার বারাত। সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই রণবীরের বাড়ি সাজানোর ঝলক প্রকাশ্যে এসেছে। বাড়ির বাইরের অংশ ঢাকা রয়েছে, কিন্তু ভিতরে যে আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর সাজবেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাকে। বিয়ের থিম রং প্যাস্টেল। নজরকাড়া পোশাকেই বিয়েতে তাক লাগাতে চলেছেন বলিউডের হবু বর কনে। জানা যাচ্ছে, রাজকীয় এই বিয়েতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছেন। এমনকী চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। যদি বিয়ের এই কড়া নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে