হলুদ লেহেঙ্গায় করিশ্মা, সাদা লেহেঙ্গায় করিনা, রণবীরের প্রাক বিবাহ আসর জমিয়ে দিলেন বেবো-লোলো

রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে হলুদ রঙের লেহেঙ্গায় দেখা গেছে করিশ্মা কাপুরকে। এবং সাদা রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন করিনা কাপুর। প্রাক বিবাহের এই অনুষ্ঠান বেবো-লেলোই যেন মাতিয়ে দিয়েছিলেন। সকলেরই নজর আটকে ছিল তাদের গর্জিয়াস লেহেঙ্গায়। ডিজাইন করা লেহেঙ্গার সঙ্গে কানে দুল কপালে মাং টিকা, হাতে ম্যাচিং চুড়ি ও বটুয়া ব্যাগে দেখা গেছে করিশ্মা কাপুরকে। অন্যদিকে সাদা লেহেঙ্গার সঙ্গে একদম ছিমছাম লুকে নজর কেড়েছেন তৈমুর ও জেহর সেক্সি মাম্মা করিনা কাপুর। ইতিমধ্যেই বাস্তুতে আলোর রোশনাই। তার মধ্যে যেন পার্টির মধ্যমণি করিনা ও করিশ্মা।
 

বহু প্রতীক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে শুরু হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। পাপারাৎজির চোখ যেন সরছে না রণবীর ও আলিয়ার দিক থেকে। যদিও এটাই স্বাভাবিক ব্যাপার। গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি।  বহু প্রতীক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। আর মাত্র কয়েকদিন, তারপরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।  ইতিমধ্যেই রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে অতিথিরা আসতে শুরু করেছেন, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রণবীর কাপুরের মা নীতু  কাপুর ও দিদি ঋদ্ধিমা সাহানি ও নাতনি সামাইরা পৌঁছে গেছেন ছেলের বিয়ের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে। এছাড়াও কাপুর পরিবারের একাধিক সদস্যরাই এখন রণবীরের বাস্তু অ্যাপ্যাটমেন্টে পৌঁছেছেন। ১৩ এপ্রিল গণেশ পুজোর পরই অনুষ্ঠিত হবে মেহেন্দি অনুষ্ঠান। রণবীরের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেখা গেল বলি অভিনেত্রী তথা রণবীরের দিদি করিশ্মা কাপুরও করিনা কাপুর।

Latest Videos

 

 

রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে হলুদ রঙের লেহেঙ্গায় দেখা গেছে করিশ্মা কাপুরকে। এবং সাদা রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন করিনা কাপুর। প্রাক বিবাহের এই অনুষ্ঠান বেবো-লেলোই যেন মাতিয়ে দিয়েছিলেন। সকলেরই নজর আটকে ছিল তাদের গর্জিয়াস লেহেঙ্গায়। ডিজাইন করা লেহেঙ্গার সঙ্গে কানে দুল কপালে মাং টিকা, হাতে ম্যাচিং চুড়ি ও বটুয়া ব্যাগে দেখা গেছে করিশ্মা কাপুরকে। অন্যদিকে সাদা লেহেঙ্গার সঙ্গে একদম ছিমছাম লুকে নজর কেড়েছেন তৈমুর ও জেহর সেক্সি মাম্মা করিনা কাপুর। ইতিমধ্যেই বাস্তুতে আলোর রোশনাই। তার মধ্যে যেন পার্টির মধ্যমণি করিনা ও করিশ্মা।

 

 

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা। হাজারো জল্পনার মধ্যে গত শনিবার হাটে হাঁড়ি ভেঙেছিলেন আলিয়া ভাটের কাকা রবিন ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে  তিনি জানিয়েছিলেন ১৪ এপ্রিল  বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর ও আলিয়া ভাট। সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। তবে কি শুধুই বৈশাখী, বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।  ১৩ এপ্রিল অর্থাৎ আজ থেকেই রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে।  ১৩ এপ্রিল  রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই।

আরও পড়ুন-জানেন কি, ঐশ্বর্য না থাকলে না খেয়েই থাকতে হয় অভিষেককে, কারণ জানলে আঁতকে উঠবেন

আরও পড়ুন-গোপনে সেক্স নাকি খুল্লামখুল্লা সঙ্গম, কোনটা চুটিয়ে উপভোগ করেছেন রণবীর, কেমন ছিল রঙিন দিনগুলি

আরও পড়ুন-যৌনমিলনের সময় এটা চাই-ই চাই, কেমন সেক্স লাইভ পছন্দ রণবীরের, জানালেন আলিয়ার হবু বর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অস্ত্র পাচারেই চলছে West Bengal-এ? Mamata Banerjee-র TMC-কে কাঠগড়ায় তুললেন Adhir Ranjan Chowdhury
Shankar Ghosh : "মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
RG Kar মামলায় নতুন মোড়! কি বললেন আইনজীবী করুণা নন্দী? দেখুন | RG Kar News Today
‘Mamata Banerjee টিকতে পারবে না যদি Hindu-রা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য Arjun Singh-এর
Mamata Banerjee: এটা কী ভোটের সমীকরণ? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়