মেহেন্দির পর কতটা জমজমাট হল সঙ্গীতের আসর, রণবীর-আলিয়ার প্লে লিস্টে রইল এই গানগুলি

Published : Apr 14, 2022, 12:06 PM IST
মেহেন্দির পর কতটা জমজমাট হল সঙ্গীতের আসর, রণবীর-আলিয়ার প্লে লিস্টে রইল এই গানগুলি

সংক্ষিপ্ত

দীর্ঘদিন ধরে চলে আসা জল্পনার অবসান হতে চলেছে আজই। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। আজ সেই বিশেষ দিন,আজই গাটছড়া বাঁধতে চলেছেন বলিউডের হট কাপলস। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। যদিও এটাই স্বাভাবিক ব্যাপার। রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে অতিথিরা আসতে শুরু করেছেন, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেহেন্দির পর আজ সঙ্গীতের পালা।  মেহেন্দি সেরেমনির ঝলক দেখেই বোঝা যাচ্ছে যে আজ ধামাকাদার সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে।

আর কিছুক্ষণের মধ্যেই রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে বলিউডে। পাপারাৎজির চোখ যেন সরছে না রণবীর ও আলিয়ার দিক থেকে। আরও কোনও জল্পনা নয়, এবার বিয়ের জল্পনায় শিলমোহর দিলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ছেলে রণবীর, এই প্রশ্নে নাজেহাল হয়ে গিয়েছিলেন রণবীরের মা নীতু কাপুর। এবার তিতিবিরক্ত হয়ে নিজেই ফাঁস করে দিলেন বিয়ের দিনক্ষণ। গত বুধবার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কালকেই বিয়ে হচ্ছে, এবার তো থামো তোমরা। নীতু কাপুরের মুখ থেকে  বিয়ের দিনক্ষণ শোনার পর থেকে শান্ত হয়েছেন সকলে। রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তু-তেই বসছে রালিয়া জুটির বিয়ের অনুষ্ঠান।

দীর্ঘদিন ধরে চলে আসা জল্পনার অবসান হতে চলেছে আজই। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। আজ সেই বিশেষ দিন,আজই গাটছড়া বাঁধতে চলেছেন বলিউডের হট কাপলস। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। যদিও এটাই স্বাভাবিক ব্যাপার। রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে অতিথিরা আসতে শুরু করেছেন, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেহেন্দির পর আজ সঙ্গীতের পালা।  মেহেন্দি সেরেমনির ঝলক দেখেই বোঝা যাচ্ছে যে আজ ধামাকাদার সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে।

 

 

পাঞ্জাবি রীতি মেনেই সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর-আলিয়া। সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠানেও থাকল পঞ্জাবি গানের ছোঁয়া। এছাড়াও পঞ্জাবি গানের পাশাপাশি  নিজেদের পছন্দের গানও বেজেছে অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, এর মধ্যে আলিয়ার রাজি ছবির 'দিলবারো' গানটিও ছিল। তবে এখনও পর্যন্ত মেহেন্দির সাজের ছবি প্রকাশ্যে আসেননি।  এবার সঙ্গীতের সাজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। তবে অতিথিদের জন্য বেশ কিছু প্রোটোকলও রাখা হয়েছে, যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রণবীর-আলিয়ার অন্দরের ছবি কোনওভাবেই যেন ফাঁস না হয় সেই শর্তও দিয়েছেন তারকা জুটি। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২ টো ৫০ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অ্যাপার্টেমেন্টে বিয়ে করতে পৌঁছবেন রণবীর কাপুর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। রণবীরের বান্দ্রার বাস্তু-র সম্ভবত সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি নিয়েই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান। মূলত দুই পরিবারের কাছের পরিজন ও বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। আপাতত সেই দিকেই নজর রয়েছে সকলের।


 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত