এই বছরেই রণবীর-আলিয়ার বিয়ে, হারালেন আপনজনকে, ফের বাধা শুভকাজে

Published : Jan 08, 2021, 10:12 PM IST
এই বছরেই রণবীর-আলিয়ার বিয়ে, হারালেন আপনজনকে, ফের বাধা শুভকাজে

সংক্ষিপ্ত

এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট এমনই বলছে সূত্রের খবর তার আগেই এ কী অঘটন ঘটল আলিয়ার সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। সুত্রের খবর অনুযায়ী, কাপুর পরিবার এই বিবাহনুষ্ঠান পিছতে বাধ্য হয় ঋষি কাপুরের মৃত্যুর কারণে। রণবীরের বাবার প্রয়াণের কারণেই বিয়ে পিছিয়ে যায়। তবে এই বছরের শেষে দিকেই বিয়ে বন্ধনে বাঁধা পড়তে পারেন লাভবার্ডস। সম্পর্ক নিয়ে এখনও রাখঢাকই রেখে চলেছেন তাঁরা। 

বিয়ের আগেই সাংঘাতিক কাণ্ড ঘটল আলিয়ার জীবনে। আপনজনকে হারিয়ে বসলেন আলিয়া। কান্নায় ভেঙে পড়েছেন সেই দুঃখে। প্রাণের চেয়েও প্রিয় পোষ্য শিবাকে হারালেন তিনি। বহুদিন আলিয়ার সঙ্গে তাঁর কাছের মানুষের মতই থাকত শিবা। আলিয়াকে বিড়াল প্রেমী হিসেবে চেনে তাঁর ভক্তরা। আলিয়া নিজের সঙ্গে শিবার বিভিন্ন ছবিও শেয়ার করতেন তিনি। শ্যুটিং সেরেই শিবাকে কাছে চাই-ই চাই। এবার সেই চাহিদা হারাল।    

আরও পড়ুনঃশেষমুহূর্তে KIFF-এর উদ্বোধনে যোগ নুসরতের, মিমি থাকলেন দুবাই-এর ভ্রমণে

 

অভিনেত্রী শিবার সঙ্গে পুরনো কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "গুডবাই এঞ্জেল।" আলিয়ার জীবনে পরীর মতই ছিল সে। আলিয়ার মা সোনি রাজদানও একটি ছবি শেয়ার করে লিখেছেন, "রেস্ট ইন পিস শিবা। আমরা তোমার নাম রাণী শিবার কথা মাথায় রেখে দিয়েছিলাম। কারণ তোমার ব্যক্তিত্ব সেরকমই একটা বিষয় ছিল। আমার সকালগুলো আর এক রকম হবে না। তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমায় মনে পড়বে।" শিবার আত্মার শান্তির কামনা করে রণবীরের কাপুরের দিদি হৃদ্ধিমাও মন্তব্য করেছেন।  

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

জন্মদিনে বড় চমক, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নীল নিতিন মুকেশ
প্রেম দিবসে মৃণালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ধনুশ? তামিল সুপারস্টারের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে