রণবীরের অতীতে সমস্যা ছিল! প্রেমিক সম্পর্কে হঠাৎ এমন মন্তব্য কেন আলিয়ার

swaralipi dasgupta |  
Published : Jun 24, 2019, 04:33 PM IST
রণবীরের অতীতে সমস্যা ছিল! প্রেমিক সম্পর্কে হঠাৎ এমন মন্তব্য কেন আলিয়ার

সংক্ষিপ্ত

রণবীরের প্রশংসায় সব সময়েই পঞ্চমুখ আলিয়া প্রায়ই কানাঘুষো তাঁদের বিয়ের খবর শোনা যায় এবার সম্পর্ক নিয়ে কথা বলছিলেন  হঠাৎ বললেন রণববীরের অতীতে সমস্যা ছিল 

রণবীরের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন আলিয়া ভাট। যখনই কোনও সাক্ষাৎকার দিচ্ছেন, রণবীরের ব্যাপারে কথা বলছেন। এবার তিনি জানালেন কী ভাবে তাঁরা নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখেন। 

প্রথমেই তিনি জানান যে পুরোটাই নিজেদের মধ্য়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সম্ভব হয়েছে। আলিয়ার কথায়, এটাকে সম্পর্ক বলব না। এটা আসলে বন্ধুত্ব। আমি পুরো সততার সঙ্গে কথাটা বলছি। এটা খুব সুন্দর। আমার মনে হয় আমি যেন তারা ও মেঘেদের উপরে হেঁটে বেড়াচ্ছে। বলা ভাল, আমরা দুজনে দুটো ভিন্ন মানুষ যাঁরা পেশার জায়গায় মন দিয়ে কাজ করছি। ও শ্যুটিং করে চলেছে। আমিও করছি। আমাদের কিন্তু সব সময়ে একসঙ্গে দেখবেন না। একটা সুস্থ সম্পর্কের লক্ষণ এটাই। নজর না লেগে যায়! 

রণবীরের ভাবমূর্তি সম্পর্কে মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তার উপরে তিনি কোনও সোশ্যাল মিডিয়াও ব্যবহার করেন না। এ প্রসঙ্গে আলিয়া বলেন, রণবীর মোটেই জটিল মানুষ নন। ও দারুণ। শুধু ওর অতীতে কিছু সমস্যা ছিল।  কিন্তু তাতে কীই বা যায় আসে। আর আমিও বা কম যাই কীসে! 

কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই বিরক্ত হন আলিয়া। আলিয়া বলেন, একজন মানুষ ও অভিনেতা হিসেবে রণবীর আমার থেকে অনেক ভাল। কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে বিয়ের খবর পড়তে বিরক্ত লাগে। আমি তখন ওকে ফোন করে বলি কী হচ্ছে! ওর বোধহয় অভ্যেস হয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, এই মুহূর্তে দুজনেই ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে। কিছুদিন আগে দুজনকে একসঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে দেখা গিয়েছিল। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী