
রণবীর কাপুরের পর করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল সঞ্জয়লীলা বনশালির। সূত্রের খবর অনুযায়ী তিনি এখন সুস্থ। তবে তাঁর সংযোগে আসা সকলকেই তিনি অনুরোধ জানিয়েছিলেন তিনি, যাতে তাঁরা করোনা টেস্ট করিয়ে নেয়। তবে তখন আলিয়ার করোনা রিপোর্ট আসে নেগেটিভ। এরপর করোনার কোপ কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন রণবীর কাপুরও।
আরও পড়ুন- দূরদর্শণ চ্যালেন এক সময় ফিরিয়ে দিয়েছিল মাধুরীকে, কেরিয়ারের শুরুতেই জোর ধাক্কা আজও ভোলেননি
এরই কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। ২ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, যে তিনি করোনাতে আক্রান্ত। এমন পরিস্থিতিতে কোয়ারেন্টাইনেই কাটছে দিন। করোনার ঝুঁকি অনেকটাই তিনি কাটিয়ে উঠেছে।ৃন। বর্তমানে সুস্থ আছেন অনেকটাই। তবে এখনও হয়নি রিপোর্ট নেগেটিভ। এমন সময় একাই রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে জানান, যাঁরা জেগে স্বপ্ন দেখে তাঁরা কোনও দিন ওঠে না। বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা হলেন আলিয়া ভাট। যাঁর হাতে এখন একের পর এক বিগ বাজেট ছবি। েই স্টার ঘরে বন্দি হয়ে যাওয়ায় বহু টাকার ক্ষতির মুখ দেখতে হচ্ছে পরিচালকদের। সকলেই দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউড তারকাদের। আলিয়া একাই নয়, করোনার সঙ্গে এখন লড়াই করছেন ক্যাটরিনাও। লিখলেন ধৈর্য্য রাখতে হবে এই সময়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।