সারা শরীরে গভীর ক্ষত, ঝরে পড়ছে রক্ত, বিয়ের আগে এ কী হাল রণবীর-আলিয়ার

 'ব্রহ্মাস্ত্র'  ছবির নয়া পোস্টার শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতেই রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলতে আসছেন। নয়া পোস্টার ঘিরেই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ছবির পোস্টার শেয়ার করে পরিচালক অয়ন লিখেছেন, ভালবাসা হল আলো! প্রথম অধ্যায়-শিবা। এটাই  'ব্রহ্মাস্ত্র'  প্রথম অধ্যায়ের নাম। ব্রহ্মাস্ত্রের মূলমন্ত্রই হল ভালবাসার শক্তি। ভালবাসা যা কিনা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেটা সিনেমার বাইরে, জীবনের ভিতরে। তাই এটা হল আমাদের ভালবাসার পোস্টার। শিবা ও ইশার এই প্রেমের পোস্টার শেয়ার করে বিয়ের ইঙ্গিতও দিয়েছেন অয়ন , তিনি লেখেন আজকাল বাতাসে একটু বেশিই প্রেমের গন্ধ। ভাবলাম, এটাই একদম পারফেক্ট সময়।
 

বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার  শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। এবার বিয়ের আগেই নয়া লুকে সকলকে চমকে দিলেন রালিয়া জুটি। সারা শরীরে গভীর ক্ষত, ঝরছে রক্ত। রণবীরের গাল থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। আকাশ ভেঙে বেরিয়ে আসছে আলো। আলোর রোশনাইয়ের মধ্যে এমন পরিবেশে একে অপরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন রণবীর ও আলিয়া। বিয়ের আগে প্রেমিক যুগলের এই ছবি দেখে যেন সকলেই হতবাক। প্রেমের এই বাধন যে অত সহজে ভাঙার নয়, তা ছবিতেই স্পষ্ট ফুটে উঠেছে। একদিকে চলছে বিয়ের প্রস্তুতি অন্যদিকে গায়ে কাটা দেওয়া এই ছবিকে ঘিরেই শোরগোল শুরু হয়েছে বলিপাড়ায়।  

 'ব্রহ্মাস্ত্র'  ছবির নয়া পোস্টার শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতেই রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলতে আসছেন। নয়া পোস্টার ঘিরেই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ছবির পোস্টার শেয়ার করে পরিচালক অয়ন লিখেছেন, ভালবাসা হল আলো! প্রথম অধ্যায়-শিবা। এটাই  'ব্রহ্মাস্ত্র'  প্রথম অধ্যায়ের নাম। ব্রহ্মাস্ত্রের মূলমন্ত্রই হল ভালবাসার শক্তি। ভালবাসা যা কিনা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেটা সিনেমার বাইরে, জীবনের ভিতরে। তাই এটা হল আমাদের ভালবাসার পোস্টার। শিবা ও ইশার এই প্রেমের পোস্টার শেয়ার করে বিয়ের ইঙ্গিতও দিয়েছেন অয়ন , তিনি লেখেন আজকাল বাতাসে একটু বেশিই প্রেমের গন্ধ। ভাবলাম, এটাই একদম পারফেক্ট সময়।

Latest Videos

 

 

এর আগেও নিজের জন্মদিনের সকালেই ভিডিও শেয়ার করে ভক্তদের বড় চমক দিয়েছেন আলিয়া ভাট।  ভিডিওর শুরুতেই দেখা গেছে,  আলিয়া ভাট রণবীর কাপুরকে জাপটে ধরে রয়েছেন। তাদের চারদিকে আগুন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে ভিন্ন অবতারে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারে তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। লাল শাড়িতে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তারপরেই আবার সাদা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাটকে, যেখানে কেউ  তার সামনে আগুনের গোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখা গেছে। এখানেই শেষ নয়, ভিডিওর শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে নিজেকে এবং রণবীরকে  রক্ষা  করতে দেখা গেছে। টিজারের একেবারে শেষ আলিয়াকে একা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। টিজারেই উত্তেজনার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। শিবের বান্ধবী ইশার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। রণবীর-আলিয়া অভিনীত ছবি  'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে  বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia