আপাতত আমির-অনুষ্কা কোনও খবর নেই, সবটাই ছিল বিনোমহলের গুঞ্জন

ফের নাকি দর্শকের মনোরঞ্জন করতে জুটি বাঁধছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আর বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। এমটাও শোনা যাচ্ছিল যে, ২০১৮ সালের একটি স্প্যানিশ মুভি ক্যাম্পিওনেসের রিমেকেই নাকি দেখা যাবে পিকে জুটিকে। কিন্তু সেগুড়ে বালি। এটা শুধুমাত্রই ইন্ডাস্ট্রির গুঞ্জন। বাস্তবে আদতে এই রকম কিছুই হচ্ছে না। আমির-অনুষ্কা জুটির আপাতত কোনও খবর নেই টিনসেল টাউনে। 

২০১৪ সালে বলিউডের (Bollywood) ব্লকবাস্টার মুভির তালিকায় ছিল আমির খান (Amir Khan) আর অনুষ্কা শর্মা (Anushka Sharma) জুটির সেই ছবি। হ্যাঁ, পিকের কথাই বলছি। আট থেকে আশির মন জয় করেছিল এই ছবি। এরপর মাঝে কেটে গিয়েছে ৮ টা বছর। কয়েকদিন ধরেই বিনোদনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছিল, ফের নাকি দর্শকের মনোরঞ্জন করতে জুটি বাঁধছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আর বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। এমটাও শোনা যাচ্ছিল যে, ২০১৮ সালের একটি স্প্যানিশ মুভি ক্যাম্পিওনেসের রিমেকেই নাকি দেখা যাবে পিকে জুটিকে। বলিউডের এই তারকাযুগলের রুপোলি পর্দায় ফের মিলনের খবরে আরও একবার নতুন কিছু উপহারের আশা করছিলেন হিন্দি ছবির দর্শকরা। কিন্তু সেগুড়ে বালি। এটা শুধুমাত্রই ইন্ডাস্ট্রির গুঞ্জন। বাস্তবে আদতে এই রকম কিছুই হচ্ছে না। আমির-অনুষ্কা জুটির (Amir-Anushka Duo) আপাতত কোনও খবর নেই টিনসেল টাউনে। 

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল শুভ মঙ্গলম সাবধানের পরিচালক আর.এস প্রসন্নের আগামী ছবিতে নাকি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিটাউনের দুই সুপারস্টার আমির খান ও অনুষ্কা শর্মাকে। তবে সেটা তো এখন গুঞ্জনের পর্যায়েই রয়েছে। সেই সঙ্গে এই জুটিকে দেখার অপেক্ষাতেও রয়েছে দর্শক। এই মুহুর্তে ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মে হাতেখড়ি দিতে ব্যস্ত রয়েছেন এনএইচটেন নায়িকা। স্পোর্টস ড্রামা চাকদা এক্সপ্রেস নিয়ে কাজ করছেন রুপোলি পর্দার ফিল্লৌরি। এই প্রসঙ্গে আরও একটা বিষয় জেনে রাখা ভাল, চাকদা এক্সপ্রেসের হাত ধরে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন এই বলি সুন্দরী। মাধুরী, করিনার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার দৌড়ে এগিয়ে গেলেন আরেক বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। 

Latest Videos

আসলে মহামারি করোনার সময় থেকেই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা পৌঁছেছে একেবারে তুঙ্গে। ভিন্নস্বাদের ওয়েব সিরিজ থেকে সিনেমা সবেচেই ওটিটি প্ল্যাটফর্মের জুড়ি মেলা ভার। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিগুলোও উঠে আসে হিট ছবির তালিকায়। তাই আজকাল অনেকেই হলমুখী না হয়ে ঘরেবসেই সিনেমার মজা নেওয়াকে অভ্যাস বানিয়ে ফেলেছেন। সেই জন্যই এখন রুপোলি দুনিয়ার তারাকাও বড়পর্দার পাশপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পায়ের নীচে মাটি শক্ত করতে ব্যস্ত। আমির-অনুষ্কা জুটির আগমনের গুঞ্জনের মাঝেই সম্প্রতি নিজের ৫৭ তম জন্মদিন সেলিব্রেশনে মেতেছিলেন গজনি স্টার। আগামী ১১ অগাস্ট বিগস্ক্রিনে মুক্তি পাচ্ছে আমির-করিনা জুটির লালা সিং চাড্ডা। এই ছবি ঘিরেও দর্শকের প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia