ফিল্মি দুনিয়া থেকে অবসর নেবেন আমির, মিস্টার পারফেকশনিস্টে সিদ্ধান্তে বড় চমক

বিদায় নিচ্ছেন তাঁর ভালোবাসার জায়গা থেকে। সকাল থেকে এমনই খবর বলিপাড়ায়। চলচ্চিত্র জগত থেকে বিদায় নিতে চলেছেন আমির খান (Amir Khan) । অভিনয়, পরিচালনা ও প্রযোজনা থেকে নাকি অবসর নেবেন নায়ক। তাঁর শেষ কাজ লাল সিং চাড্ডা।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নাকি অবসর নিচ্ছেন। বিদায় নিচ্ছেন তাঁর ভালোবাসার জায়গা থেকে। সকাল থেকে এমনই খবর বলিপাড়ায়। চলচ্চিত্র জগত থেকে বিদায় নিতে চলেছেন আমির খান (Amir Khan) । অভিনয়, পরিচালনা ও প্রযোজনা থেকে নাকি অবসর নেবেন নায়ক। তাঁর শেষ কাজ লাল সিং চাড্ডা। 

 সম্প্রতি, এমন খবরেই সরগরম বলিপাড়া। শোনা গিয়েছে, আমির নাকি আগেই ঠিক করেছিলেন ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chaddha) তাঁর শেষ কাজ। এরপর তিনি ফিল্মি জগত থেকে অবসর নেবেন। সময় কাটাবেন পরিবারের সঙ্গে। এ কথা তিনি আগেই জানিয়েছিলেন পরিবারকে। কিন্তু, দর্শকদের তা জানাতে চাননি। আমিরের (Amir Khan) মনে হয়েছিল, ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chaddha) মুক্তির আগে এই কথা দর্শকরা জানতে পারলে সকলে ভুল ভাববেন। সকলে ভাববেন, তিনি প্রমোশনের জন্য এমন কথা বলছেন। কিন্তু, ইরার কথায় ফাঁস হয়ে গেল সেই তথ্য। 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমির জানান, আমির এক সময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যা শুনে তাঁর মে বলেন, ‘গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ, আমায় সারা জীবনে এত সময় দাওনি। তাই আলাদা করে আর অবসর নিও না।’ অন্য দিকে, আমিরের এই সিদ্ধান্ত শুনে স্ত্রী কিরণও নাকি কেঁদে ফেলে ছিলেন। তিনি বলেছিলেন, ‘যখনই তোমাকে দেখি, তোমার ভিতরে সিনেমাকে দেখতে পাই। তোমার রক্তে সিনেমা।’

এদিকে কিছুদিন আগেই নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে খবরে এসেছিলেন আমির। বিচ্ছেদের (Divorce) কারণে হিসেবে তিনি এক সাক্ষাতকারে বললেন রীনা বা কিরন এবং তাঁর সন্তানদের সময় দিতে পারেননি আমির। তিনি বলেছিলেন, ‘আমি ভাবতাম দর্শকদের কাছাকাছি থাকতে হবে। তাঁরাও আমার পরিবার। এই ভেবে ভেবে কখন যে নিজের পরিবারকে অবহেলা করে ফেলেছি, জানি না। ওরা য়ে বাড়িতে অপেক্ষা করছে সে কথা ভুলেই গিয়েছি।’  হয়তো এই কারণেই সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। কিন্তু, এই সিদ্ধান্ত এখনও তিনি অটুট নাকি পরিবর্তন করেছেন সিদ্ধান্ত, তা সময় বলবে। 

এদিকে, এদিকে আমির খানের (Amir Khan) বড় ছেলে জুনেদ আসতে চলছেন বলিউডে। আমিরের প্রথম স্ত্রী রীনা ও তাঁর সন্তান হলেন জুনেদ। শোনা যাচ্ছে যশ রাজ ফিল্মসের হাত ধরেই বলিউডে পা রাখবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। 

আরও পড়ুন- শ্যুটিং ফ্লোরে সলমন-শাহরুখ, জুন মাসেই শুরু হবে টাইগার ৩-এর কাজ

Latest Videos

আরও পড়ুন- 'বেশি লাফালে খুলে যাবে', বিকিনি পরে উরফিকে গাছ থেকে ফুল পাড়তে দেখে ধেয়ে এল কটাক্ষ

আরও পড়ুন- ৫৬ বছর বয়সেও এইট প্যাক অ্যাবস, ‘পাঠান’ লুকে শাহরুখকে দেখে হুঁশ উড়ল নেটিজেনদের
 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today