- Home
- Entertainment
- Bengali Cinema
- ৫৮-তে পা আমির খানের, রইল ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ারের নানান অজানা কাহিনি
৫৮-তে পা আমির খানের, রইল ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ারের নানান অজানা কাহিনি
- FB
- TW
- Linkdin
১৯৮৮ সালে বলিউডে ডেবিউ করেছিলেন আমির (Aamir Khan)। তার আগে যদিও শিশু শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৮৮ সালে মুক্তি পায় কেয়ামত সে কেয়ামত তক। আর এই ছবির জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মতোনিত হন। এর পর একে একে দিল, দিওয়ানা মুঝসা নেহি, জওয়ানি, বাজি, রঙ্গিলা, মন, লাগান, মঙ্গল পাণ্ডে থেকে পিকে, দঙ্গলের মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমানে লাল সিং চড্ডার কাজে ব্যস্ত নায়ক। একদিকে যেমন হিট (Hit) ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তেমনই বহু হিট ছবি হাত ছাড়া করেছেন তিনি।
জানা যায়, কটি ভালো ভালো ছবির অফার তিনি প্রত্যাখ্যান করেন। যা নিয়ে এক সাক্ষাৎকারে আফশোসও করেছিলেন তিনি। এই তালিকায় আছে সাজন। যেখানে দেখা গিয়েছিল সলমন খান (Salman Khan), মাধুরী দীক্ষিত ও সঞ্জয়কে। আশুতোষ গোয়াড়িকরের স্বদেশের সুযোগ ছেড়েছিলেন। যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছেড়ে ছিলেন নায়ক ছবির অফার। যে ছবিতে অনিল কাপুররে অভিনয় রেকর্ড গড়েছিল বক্স অফিসে।
ডর ছবির প্রস্তাব পেয়েছিলেন আমির খান। যশ চোপড়া পরিচালিত এই ছবিতে শেষ পর্যন্ত দেখা যায় শাহরুখ ও জুঁহি চাওলাকে। এই ছবিটি শাহরুখের কেরিয়ারে নতুন মোড় আনে। ছবির সাফল্য সে সময় নজর কেড়েছিল সকলের। তবে, প্রথমে ছবির জন্য প্রস্তাব যা আমিরের কাছে। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।
সারা বলিউড তাঁকে চেনে মিস্টার পারফেকশনিস্ট নামে। কারণ, সকলেই মত, তাঁর ছবির ব্যাপারে তিনি বড্ড খুঁতখুঁতে। ছবির প্রতিটি দৃশ্য পারফেক্ট করতে তিনি কঠোর পরিশ্রম করেন। তবে, জানেন কি এই নাম একেবারেই পছন্দ নয় তাঁর। আবার অনেকের মতে, এই ট্যাগ তাঁর পছন্দ নয়, কারণ এটি তাঁর ওপর চাপ সৃষ্টি করে।
এই প্রসঙ্গে একবার আমির জানান, ‘এটা আমার ওপর চাপ করে না। কারণ আমি এ ধরনের উপাধিতে বিশ্বাসই করি না। এটা একটা ভুল উপাধি। তাই আমার ওপর চাপ নেই। আমার মতে, পারফেকশনের কোনও অস্তিত্ব নেই। পারফেকশন বলে কেনও শব্দ হয় না। বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে তো অবশ্যই নয়।’
এদিকে, বহুদিন ধরেই খবরে আছে আমিরের ব্যক্তিগত জীবন (Personal Life)। সদ্য ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি ও কিরন। কিন্তু, এখনও আগের মতোই যোগাযোগ ও বন্ধুত্ব আছে কিরণের সঙ্গে। ছেলে আজাদকে একসঙ্গে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, ঠিক কী কারণে তাঁদের বিবাহ বিচ্ছেদ হল, তা কারও কাছে স্পষ্ট ছিল না।
সংবাদমাধ্যমের কাছে বহুবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তবে, বিবাহ বিচ্ছেদের বিষয় স্পষ্ট করে কিছু বলেননি। ঠিক কেন, ১৫ বছরের সম্পর্ক ভাঙলেন, তা জানা যায়নি। এই নিয়ে দর্শক মহলে আগ্রহও ছিল বিস্তর। এবার প্রথমবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট। নিজে বললেন, কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সম্প্রতি আক্ষেপের সুর শোনা গেল আমির খানের কথায়। মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে। বললেন রীনা বা কিরন এবং তাঁর সন্তানদের সময় দিতে পারেননি আমির। তিনি বলেন, ‘আমি ভাবতাম দর্শকদের কাছাকাছি থাকতে হবে। তাঁরাও আমার পরিবার। এই ভেবে ভেবে কখন যে নিজের পরিবারকে অবহেলা করে ফেলেছি, জানি না। ওরা য়ে বাড়িতে অপেক্ষা করছে সে কথা ভুলেই গিয়েছি।’
Amir Khanএদিকে আমির খানের বড় ছেলে জুনেদ আসতে চলছেন বলিউডে। আমিরের প্রথম স্ত্রী রীনা ও তাঁর সন্তান হলেন জুনেদ। শোনা যাচ্ছে যশ রাজ ফিল্মসের হাত ধরেই বলিউডে পা রাখবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। বাবার মতো ফিল্মি দুনিয়ায় আসার বহু দিনের ইচ্ছে ছিল জুনেদের। এবার এই স্বপ্ন পূরণ হতে চলেছে।
জানা যায়, বহু দিন ধরে ফিল্মি দুনিয়ায় পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জুনেদ। একাধিক অডিশন ও স্ক্রিন টেস্টেও গিয়েছেন। কিন্তু, এতদিন পর্যন্ত সেই স্বপ্ন অসম্পূর্ণই থেকে গিয়েছিল। তবে, এবার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর। জানা গিয়েছে, তিনি থিয়েটারের প্রতিও সমান ভাবে আগ্রহী। ছোট থেকেই অভিনয় জগতে আসার স্বপ্ন দেখেছেন জুনেদ।