পুলিশের ভুমিকায় সন্তুষ্ট নন, সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআইকে চিঠি  শাহর

  • একমাস ধরে চলছে সুশান্তের মৃত্যুর তদন্ত
  • ঠিক কেন তাঁকে মৃত্যুর পথে পা বাড়াতে হল
  • সিবিআই তদন্তের দাবি তুলেছেন অনেকেই
  • সেই ডাকে সাড়া দিয়েই এবার চিঠি পাঠালেন অমিত শাহ

Jayita Chandra | Published : Jul 16, 2020 4:06 AM IST / Updated: Jul 16 2020, 09:38 AM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় বয়ে চলেছে। প্রতিটা মুহূর্তে একের পর এক অনুরাগীরা দাবি তুলেছেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। রূপা গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপি সাংসদও একই দাবি তুলেছেন। এবার সেই আশাই পূর্ণ হওয়ার পথে। সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে এবার নতুন পদক্ষেপ। অমিত শাহর থেকে এবার সিবিআই পেল চিঠি। 

আরও পড়ুনঃ প্রতিবন্ধকতা ও প্রাণের ভয়কে উপেক্ষা করে মাস্ক বিক্রি অমল ভৌমিকের, বয়স্ক মানুষটির পাশে দাঁড়ালেন দেব

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে কারণ হিসেবে সামনে উঠে আসে প্রাথমিকভাবে মানসিক অবসাদ। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও কেন অভিনেতাকে অন্ধকার গ্রাস করছিল! কেন একের পর এক ছবি তাঁর হাত থেকে চলে যায়, কেন একজন গডফাদারের অভাব অনুভব করেছিলেন তিনি! শেষ সময় ঠিক কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সুশান্তকে তা নিয়ে চুল চেরা বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া হয়েছিল তোলপাড়। 

মুম্বই পুলিশ একমাস যাবৎ প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছেন। যদিও সেই তদন্তে সন্তুষ্ট নন অধিকাংশই। তাই নেট দুনিয়ায় একাংশের দাবি ছিল সিবিআই তদন্ত করা হোক। প্রধানমন্ত্রী যেন খতিয়ে দেখেন বিষয়টা। কেন্দ্রিয় গোয়েন্দা বিভাগকে দেওয়া হোক তদন্তের ভার। সেই দাবি এবার দেখছে আশার আলো। অমিত শাহর হস্তক্ষেপে সিবিআই দফতরে পৌঁচ্ছে গেল চিঠি। শীঘ্রই জানা যাবে সিবিআই-এর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

Share this article
click me!