করোনা জয়ী অমিতাভ, বাগানে লাগালেন গাছ, কোভিড-এর পর প্রথম ছবি শাহেনশাহর

Published : Aug 16, 2020, 12:15 PM IST
করোনা জয়ী অমিতাভ, বাগানে লাগালেন গাছ, কোভিড-এর পর প্রথম ছবি শাহেনশাহর

সংক্ষিপ্ত

করোনা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়াতেই বেড়েছিল দুশ্চিন্তা ভক্তদের রাতের ঘুম উড়ে ছিল মুহূর্তে তব বচ্চন পরিবারের সেই বিপদ কেটে গিয়েছে সকলেই এখন সুস্থ, রীতিমত গাছ লাগিয়ে পোজ বচ্চনের

বলিউডের কান্ডারিও বলা চলে তাঁকে। দীর্ঘ ৫০ বছর ধরে ব্যাটিং, ওঠা-পড়া রয়েছে, শুধু নেই থেমে থাকা। অমিতাভ বচ্চন, বলিউডের শাহেনশাহ সকলের খুব কাছের। লক্ষ লক্ষ ভক্তের মনে তাঁর স্থান। সেই মানুষের শরীরে মিলেছিল করোনা ভাইরাস। মুহূর্তে চিন্তার ভাজ সকলের কপালে। সমীক্ষা বলেছিল, প্রবীণ দিয়ে বাড়চ্ছে চিন্তা। তবে শয়ে শয়ে ভক্তের প্রার্থনাতে অভিযেকের আগেই তিনি করোনা জয়ী হয়ে ফিরেছিলেন জলসায়। 

আরও পড়ুনঃ ডিসলাইকের ঝড়ের কবলে এবার সড়ক-২ এর গান, মুক্তি পেতেই ট্রোল রোম্যান্স

চলতি মাসের শুরুতেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। বাড়িতেই তাঁকে কিছুদিন কোয়ারেন্টাই করা হয়। এরই মাঝে ছুটি পায় অভিষেক বচ্চনও। এখন কেমন রয়েছেন অমিতাভ, খবর মিললেও মেলেনি কোনও ছবি। এবার নিজেই ছবি শেয়ার করলেন ভক্তদের জন্যে। তবে এক বিশেষ দিনে। মা তেজা বচ্চনের জন্মদিন ছিল ১২ অগাস্ট। সেদিনই মায়ের স্মরণে তিনি গাছ লাগালেন বাগালে। 

 

 

ছবি শেয়ার করে লিখলেন, ১৯৭৬ সালে গোলমোহর গাছ তাঁর আগের বাংলোতে লাগিয়েছিলেন। কিন্তু সম্প্রতি হওয়া ঝড়ে তা উপড়ে পড়ে যায়। তাই এবার মায়ের জন্মদিনে, সেই একই জায়গায় আবারও গুলমোহর গাছ লাগালেন তিনি। তাঁর মা ফুল খুব পছন্দ করতেন। কলেজে পড়ানোর সময় মাথায় ফুল লাগিয়ে পড়াতে যেতেন। অমিতাভ স্মৃতির পাতা থেকে একাধিক শব্দ নিয়ে এই ছবি পোস্ট করেন। যএখানে প্রথম অভিনেতাকে করোনার পর দেখা যায়। মুহূর্তে ছবি হয়ে ওঠে ভাইরাল। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত