বছর দুই পর আবার দীপাবলির উৎসবে মেতে উঠছে বিগ-বি এর জলসা

  • রুটিন চেকআপের জন্য টানা তিনদিন থাকতে হয়েছিল হাসপাতালে
  • দিওয়ালিতে বছর দুই পর আবার সেজে উঠছে 'জলসা'
  • ২৭ অক্টোবর হবে এই দিওয়ালির পার্টি
  • এই কারনে পর পর ২ বছর দীপাবলির পার্টি হয়নি জলসাতে

সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। রুটিন চেকআপের জন্য টানা তিনদিন থাকতে হয়েছিল হাসপাতালে। বাড়ি ফিরেই আবার ব্যস্ত কাজে। এর মাঝেই শোনা যাচ্ছে দীপাবলিতে বছর দুই পর আবার সেজে উঠছে 'জলসা'। শেষ দুই বছর আগে দীপাবলির উপলক্ষ্যে পার্টি হয়েছিল শহেনশার জলসায়। তারপর পর পর দু বছর কোনও মতে সারেন দীপাবলির। এরপর আবার এই বছর দীপাবলির উপলক্ষ্যে পার্টির জন্য সেজে উঠছে বচ্চন পরিবারের বাড়ি। দীপাবলি উপলক্ষে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- দীপাবলিতে পথবাসীদের মুখে হাসি ফেরালেন নিখিল-নুসরত, উপহারে দিলেন নতুন শাড়ি

Latest Videos

২৭ অক্টোবর হবে এই দীপাবলির পার্টি। এই পার্টিতে উপস্থিত থাকবেন শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন, কাজল, অক্ষয় কুমার টুইঙ্কল খান্না, করণ জোহর, সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, আলিয়া ভট্ট-সহ আরও অনেকে। ২০১৭ সালে ঐশ্বর্য রাই বচ্চন এর বাবা মারা গিয়েছিলেন, ২০১৮ তে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর রাজন নন্দ মারা গিয়েছিলেন। এই কারনে পর পর ২ বছর দীপাবলির উপলক্ষ্যে পার্টি হয়নি জলসাতে। তাই এই বছর আবারও সেজে উঠছে বিগ-বি-র বাড়ি। 

আরও পড়ুন- দাবাং ৩-এর ট্রেলার মুক্তিতে চুলবুল পান্ডে নয়, খোশ মেজাজে ধরা দিলেন সলমন

৭৭ বছর বয়সী এই অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ-এ লিখেছিলেন। অসুস্থতার কারনে রবিবার তিনি তাঁর ভক্তদের সঙ্গে সাক্ষাত করতে পারেননি। অগুনিত মানুষ এক ঝলক তাদের তারকাকে চোখের দেখা দেখার জন্য অপেক্ষা করছিলেন জলসার বাইরে। সেই জন্য অপেক্ষারত ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari