দিওয়ালিতে ঝলসে গিয়েছিল বিগ বির আঙুল, ছবি শেয়ার করে অমিতাভের আবেগঘন পোস্ট

Published : May 15, 2020, 02:11 PM IST
দিওয়ালিতে ঝলসে গিয়েছিল বিগ বির আঙুল, ছবি শেয়ার করে অমিতাভের আবেগঘন পোস্ট

সংক্ষিপ্ত

দিওয়ালিতে বারুদ লেগে আঙুল যায় বিগরে  শরীরে এটি এমন অংশ যা সবসময় সচল থাকতে চায় ছবি শেয়ার করলেন অমিতাভ পুরোনো স্মৃতি ঘিরে অমিতাভের আবেগঘন পোস্ট

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সচল অমিতাভ বচ্চন। শ্যুটিং-এর ফাঁকেই হোক কিংবা অবসরে, স্মৃতির পাতা থেকে একাধিক ছবি তিনি শেয়ার করে থাকেন সলকলের উদ্দেশ্যে। কখনও সেখানে উঠে আসে তারকাদের ছোটবেলার ছবি, কখনও আবার পারিবারিক ঘটনা। বিভিন্ন সামাজিক বিষয়ও তাঁর মন্তব্য উঠে আসে সবার আগে। এবার অমিতাভ বচ্চন শেয়ার করলেন দিওয়ালিতে ঘটে যাওয়া এক দুর্ঘটনার স্মৃতি। 

আরও পড়ুনঃ করোনার জেরে বন্ধ ছবি মুক্তি, ওটিটিকেই ভরসা বলে মানছে বলি থেকে টলি

দিওয়ালির দিন বচ্চন পরিবারে প্রতিবছরই আলোর রসনাইতে সেজে উঠে। উপস্থিত থাকেন বি-টাউনের বহু তারকাই। এবার সেই অনুষ্ঠানের মাঝেই বারুদ লেগে ক্ষতিগ্রস্থ হয়েছিল অমিতাভের হাতের আঙুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অমিতাভ। সঙ্গে করলেন এক আবেগঘন পোস্ট। লিখলেন আঙুল শরীরের এমন এক অংশ যা সর্বদা সচল থাকতে চায়। 

 

 

পুরে যাওয়া আঙুল সারাতে সময় লেগেছিল চার মাস। তবে সেই সময় তাঁর কাজ থেকে থাকেনি। কোনও প্রতিকূলতাই বিগ বিকে থামাতে পারে না, তারও প্রমাণ মিলেছিল তখনই। কখনই হাতে রুমাল বেঁধে রাখতেন, কখনও আবার হাত ঢুকিয়ে রাখতেন পকেটে, কাজ সামলাত সহকারী। সেই স্মৃতি উষ্কেই শেয়ার করা ছবি এবার অমিতাভের সোশযাল পাতায় ভাইরাল। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল