নিজের ব্লগ এবার বন্ধ করতে চান অমিতাভ, কী দেখে এমন সিদ্ধান্ত বিগ বি-র

  • নিত্যদিন ব্লগ লেখা অভ্যাস অমিতাভের
  • নানা বিষয় নিয়ে কলম ধরতে ভালোবাসেন তিনি
  • তবে সেই মানুষ কেন আজ মুখ ফেরাতে চাইছেন ব্লগ থেকে
  • নিজেই জানালেন সেই কথা

Jayita Chandra | Published : May 13, 2021 8:07 AM IST

অমিতাভ বচ্চন বরাবরই তিনি কলম ধরতে ভালোবাসেন। নিত্য লেখেন ব্লগ। কখনও কোভিড মুক্ত হয়ে, কখনও আবার দেশের পরিস্থিতি বা নিজের স্বাস্থ্য নিয়ে। অমিতাভ বচ্চনের ব্লগ বলে কথা। দেখা মাত্রই সেখানে উপচে পড়ত ভিড়। কিন্তু সেখান থেকেই এবার বিদায় নিতে চাইছেন কেন অমিতাভ! এই প্রশ্নের এবার উত্তর দিলেন বিগ বি। 

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন সোনু সুদ. কী এমন ঘটল, নিজের ফোন খুলে দেখালেন রিয়েল হিরো 

পরিবর্তন হচ্ছে প্রজন্মের। বদলাচ্ছে মানুষের পছন্দ অপছন্দের তালিকা। বদলে যাচ্ছে পরিস্থিতি। মানুষের ভালোলাগা-ভালোবাসাগুলোর পাল্লা দিয়ে বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন ভালো করে লক্ষ করে দেখেন, তাঁর ব্লগ ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে। একের পর এক ব্লগে কমছে মানুষের পোস্ট, কম্যান্ড। তাঁর কথায় নিতি প্রথমে যেটা ৫০০ থেকে ১০০০ লক্ষ করতেন, এখন তা দাঁড়িয়েছে গড়ে ১০০-তে। 

অখন লোকে ইনস্টাগ্রাম, টুইটরে ভিড় জমায়। এখনকার প্রজন্ম হাল ফ্যাশন স্টটাইল, এই ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করেন। তাই ধীরে ধীরে তিনি প্রয়োজন হারাচ্ছেন ব্লগ লেখের। ব্লগ পড়ার অভ্যাস চলে যাচ্ছে। আর তাই অমিতাভও ভাবছেন, তিনি এবার ব্লগ লেখা ধীরে ধীরে ছেড়ে দেবেন। 

Share this article
click me!